রাশিয়ার হামলা ঘিরে সতর্ক পোল্যান্ড, বিমান প্রতিরক্ষা সর্বোচ্চ প্রস্তুতিতে
আর্ন্তজাতিক ডেস্ক: রাশিয়ার নতুন করে ইউক্রেনজুড়ে বিমান হামলার প্রেক্ষাপটে পোল্যান্ড তাদের বিমান প্রতিরক্ষা ব্যবস্থা জোরদার করেছে। দেশটির সেনাবাহিনী জানিয়েছে, পোল্যান্ড ও মিত্রদেশগুলোর বিমান প্রতিরক্ষা ব্যবস্থা ও রাডার নজরদারি ইউনিটকে সর্বোচ্চ সতর্ক অবস্থায় রাখা হয়েছে।
রবিবার সকালে এক বিবৃতিতে পোল্যান্ডের অপারেশনাল কমান্ড জানিয়েছে, “পোল্যান্ড ও মিত্রদেশগুলোর বিমান আমাদের আকাশসীমায় টহল দিচ্ছে। প্রতিরক্ষামূলক এসব পদক্ষেপের মূল লক্ষ্য সীমান্তবর্তী এলাকাগুলোতে আকাশসীমার নিরাপত্তা নিশ্চিত করা এবং নাগরিকদের সুরক্ষা দেওয়া।”
সামরিক বাহিনী আরও জানিয়েছে, তারা পরিস্থিতি নিবিড়ভাবে পর্যবেক্ষণ করছে এবং যেকোনো তাৎক্ষণিক প্রতিক্রিয়ার জন্য সম্পূর্ণ প্রস্তুত রয়েছে।
পোল্যান্ডের সঙ্গে ইউক্রেনের প্রায় ৫৩০ কিলোমিটার দীর্ঘ সীমান্ত রয়েছে। সাম্প্রতিক হামলায় ইউক্রেনের দক্ষিণ-পূর্বাঞ্চলীয় জাপোরিঝঝিয়া অঞ্চলে রাশিয়ার যৌথ হামলায় এক নারী নিহত ও অন্তত ছয়জন আহত হয়েছেন। আহতদের মধ্যে এক কিশোরীও রয়েছে বলে ওই অঞ্চলের প্রধান ইভান ফেদোরভ জানিয়েছেন।
এর আগে গত সেপ্টেম্বরের শেষ দিকে রাশিয়ার ব্যাপক আক্রমণের পর পোল্যান্ডকে রাজধানী ওয়ারশর দক্ষিণ-পূর্বাঞ্চলের কিছু আকাশসীমা সাময়িকভাবে বন্ধ করতে হয়েছিল। একই মাসে রাশিয়ার চালানো কয়েকটি ড্রোন পোল্যান্ডের আকাশসীমায় প্রবেশ করলে ন্যাটো ও পোলিশ বাহিনী সেগুলো প্রতিহত করে- যা ২০২২ সালে ইউক্রেনে পূর্ণাঙ্গ যুদ্ধ শুরুর পর মস্কোর সঙ্গে প্রথম সরাসরি সামরিক মুখোমুখি হওয়ার ঘটনা ছিল। সূত্র: আল জাজিরা
বিআলো/শিলি