ওরিডু মালদ্বীপের ২০ বছর পূর্তিতে পানির নিচে বিশ্বরেকর্ড
বিআলো ডেস্ক: অভূতপূর্ব আয়োজনে ২০ বছর পূর্তি উদযাপন করল ওরিডু মালদ্বীপ। প্রতিষ্ঠানটি ২০২৫ সালের ৩ মে গিনেস ওয়ার্ল্ড রেকর্ড অর্জন করেছে সবচেয়ে বড় আন্ডারওয়াটার প্যানেল আলোচনার মাধ্যমে। এই আয়োজন হয় মালদ্বীপের বা ফুলহাধু দ্বীপের স্বচ্ছ নীল জলে।
২০ জন অংশগ্রহণকারী পানির নিচে সম্পূর্ণ প্যানেল আলোচনায় যুক্ত হন। পাঁচ বক্তা বিশেষ ডাইভিং মাস্ক ব্যবহার করে প্রযুক্তি, টেকসই উন্নয়ন ও জাতীয় সক্ষমতা নিয়ে বক্তব্য দেন। উপস্থিত ছিলেন সরকারি কর্মকর্তা, মালদ্বীপ ন্যাশনাল ডিফেন্স ফোর্স ও ওরিডু মালদ্বীপের শীর্ষ কর্মকর্তারা।
আয়োজন চলাকালে পানির নিচ থেকে সরাসরি ভিডিও কলে যুক্ত হন ওরিডু গ্রুপ সিইও আজিজ আলুথমান ফাখরু এবং চেয়ারম্যান ফাতিমা সুলতান আল-কোয়ারি। প্রতিষ্ঠানটির সিইও খালিদ আল-হামাদি বলেন, “এটি শুধু একটি রেকর্ড নয়, বরং উদ্ভাবনী শক্তি ও সীমাহীন সংযোগের প্রতীক।”
ওরিডু জানায়, মাসব্যাপী প্রস্তুতি ও কঠোর পরীক্ষার মাধ্যমে প্রথমবারের চেষ্টাতেই সফল হয় আয়োজনটি। এই রেকর্ড শুধু কোম্পানির নয়, বরং মালদ্বীপের সামুদ্রিক সৌন্দর্য ও প্রযুক্তিগত সক্ষমতাকেও বিশ্বে তুলে ধরেছে। সূত্র: আল জাজিরা
বিআলো/শিলি