ধূমকেতু নিয়ে সোশ্যাল মিডিয়ায় আতঙ্ক, বিশেষজ্ঞদের আশ্বস্তবার্তা
বিআলো ডেস্ক: সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়েছে গুজব—একটি বিশাল ধূমকেতু পৃথিবীর সঙ্গে সংঘর্ষ ঘটাতে যাচ্ছে। কেউ কেউ এটিকে মানবজাতির জন্য “বড় হুমকি” বলেও দাবি করছেন। তবে নাসা ও ইউরোপীয় মহাকাশ সংস্থা (ইএসএ) স্পষ্ট জানিয়েছে, ধূমকেতু 3I/ATLAS পৃথিবীর কোনো ক্ষতি করবে না। সূত্র: আল জাজিরা
গত ১ জুলাই নাসার ATLAS টেলিস্কোপ ধূমকেতুটি শনাক্ত করে। এরপর থেকেই নানা ভুয়া পোস্ট ও ষড়যন্ত্রতত্ত্ব ছড়াতে শুরু করে। বিশেষ করে নিউইয়র্ক পোস্টে প্রকাশিত একটি প্রতিবেদনের পর গুজব আরও বাড়ে। টুইটার (বর্তমান এক্স) ব্যবহারকারীরা দাবি করেন, এটি আসলে ভিনগ্রহী প্রযুক্তি হতে পারে। কেউ কেউ আবার মার্কিন সেনাবাহিনীর বৈঠকের সঙ্গে বিষয়টি জুড়ে দিয়ে আতঙ্ক ছড়ান।
তবে বাস্তবতা ভিন্ন। নাসা জানায়, ধূমকেতুটি পৃথিবীর একেবারে কাছাকাছি এসেছে গত ২১ জুলাই—প্রায় ২৭ কোটি কিলোমিটার দূরত্বে, যা পৃথিবী থেকে সূর্যের দূরত্বের আড়াই গুণেরও বেশি। আগামী ৩০ অক্টোবর এটি সূর্যের কাছাকাছি আসবে, কিন্তু তখনও পৃথিবীর কোনো ঝুঁকি থাকবে না।
হাবল টেলিস্কোপের পর্যবেক্ষণে দেখা গেছে, ধূমকেতুটি ঘণ্টায় প্রায় ২ লাখ ১০ হাজার কিলোমিটার গতিতে চলেছে। এটি এখন পর্যন্ত সৌরজগতের ভেতরে আসা সবচেয়ে দ্রুতগামী “অতিথি”। বিজ্ঞানীরা বলছেন, ধূমকেতু 3I/ATLAS পৃথিবীর জন্য হুমকি নয়, বরং এটি গবেষণার জন্য বিরল সুযোগ এনে দিয়েছে।
বিআলো/শিলি