নাঈম-শাবনাজ: সিনেমার প্রেম থেকে জীবনের প্রেমে ৩১ বছরের পথচলা
শিরিন আক্তার: বাংলা সিনেমার অমর জুটি নাঈম ও শাবনাজ। ১৯৯১ সালের ৪ অক্টোবর এহতেশাম পরিচালিত ‘চাঁদনী’ সিনেমার মধ্য দিয়ে বড়পর্দায় তাদের যাত্রা শুরু। প্রথম সিনেমাতেই তারা দর্শকের হৃদয় জয় করেন এবং একে অপরের প্রেমে পড়ে যান।
সেখানে থেকে ‘লাভ’, ‘চোখে চোখে’, ‘দিল’, ‘টাকার অহংকার’, ‘ঘরে ঘরে যুদ্ধ’, ‘সোনিয়া’, ‘অনুতপ্ত’সহ বহু সিনেমার জুটি হিসেবে দর্শকদের মন কেড়েছেন তারা। আর সেই রূপালি পর্দার প্রেম ১৯৯৪ সালের ৫ অক্টোবর বাস্তবে রূপ নেয়, যখন তারা বিবাহবন্ধনে আবদ্ধ হন।

আজ ৫ অক্টোবর তাদের বিবাহবার্ষিকী। তিন দশকেরও বেশি সময়ের পথচলায় দুই কন্যা, নামিরা ও মাহাদিয়া নিয়ে তাদের সংসার পূর্ণতা পেয়েছে। শুটিং ফ্লোরের ঝলমল আলো থেকে দূরে সরে তারা বেছে নিয়েছেন শান্ত, পারিবারিক জীবন—যে জীবনের বাস্তবতা সিনেমার চেয়ে অনেক বেশি গভীর এবং আপন।
দীর্ঘদিন সিনেমার ক্যামেরার সামনে না দাঁড়ালেও, নাঈম-শাবনাজের নাম আজও নব্বই দশকের প্রেমের উন্মাদনা, আবেগ এবং নস্টালজিয়ার প্রতীক। এই বিশেষ দিনে তারা সবার কাছে দোয়া চেয়েছেন তাদের সুখী জীবন ও পরিবারকে বরকতময় রাখার জন্য।
বিআলো/শিলি