প্রচারিত ও প্রকাশিত সংবাদের প্রতিবাদ
সম্প্রতি ওজিএস বাংলাদেশ লিমিটেডের ও ‘ওমরাহ হজ এজেন্সি খাদেম এভিয়েশন সার্ভিসেস’ কে জড়িয়ে ভিত্তিহীন অভিযোগ তুলে চুয়াডাঙ্গা জেলার একটি অফিসের বরাত দিয়ে দুইটি টিভি চ্যানেল ও দৈনিক পত্রিকায় সংবাদ প্রকাশ করা হয়েছে। প্রচারিত ও প্রকাশিত সংবাদ আমাদের দৃষ্টিগোচর হয়েছে। এ বিষয়ে আমাদের বক্তব্য হলো, প্রকাশিত সংবাদ সম্পূর্ণ ভিত্তিহীন ও উদ্দেশ্যপ্রণোদিত। ওজিএস ও ‘ওমরাহ হজ এজেন্সি খাদেম এভিয়েশন সার্ভিসেস’এর বিরুদ্ধে প্রচারিত ও প্রকাশিত বলা হয়েছে যে,(ক) ‘ওজিএস’ ও ‘ওমরাহ হজ এজেন্সি খাদেম এভিয়েশন সার্ভিসেস’ নামের দুটি প্রতিষ্ঠানের নাম সম্বলিত ব্যানার দেওয়া আছে। অথচ এখানেই চলে সেন্টএফএক্স (ঈবহঃঋঢ) নামের পঞ্জি স্কিমের গ্রাহক ঢুকানো কাজ। (খ) ‘ওজিএস’ নামে অবৈধ কার্যক্রম চালানো হচ্ছে। চুয়াডাঙ্গায় হজ অফিসের আড়ালে কোটি টাকার ‘ফাঁদ’ (গ) সাধারণ গ্রাহক থেকে এমএলএম পদ্ধতির মাধ্যমে অধিক মুনাফা দেখিয়ে ঝুঁকিমুক্ত উচ্চ রিটার্নের অর্থ সংগ্রহ করা হয়।
(ঘ) পঞ্জি স্কিম বিনিয়োগ জালিয়াতির মাধ্যমে নতুন বিনিয়োগকারীদের কাছ থেকে অর্থ সংগ্রহ করে বিদ্যমান বিনিয়োগকারীদের অর্থ প্রদান করা হয়।(ঙ) কোম্পানির স্থানীয় এবং বিদেশি ট্রেডিং একাউন্টগুলো ভুয়া বলা হয়েছে। আমাদের বক্তব্য হলো, ওজিএস বাংলাদেশ লিমিটেড ২০২২ সালে জয়েন্ট স্টক কোম্পানি থেকে রেজিস্ট্রেশনের মাধ্যমে দেশের প্রচলিত ধারায় ব্যবসায়িক যাত্রা শুরু হয়। উক্ত ব্যবসার আওতায় ‘ওজিএস অনলাইন গ্লোবাল শপ’ নামে একটি ই-কমার্স প্রতিষ্ঠানের মাধ্যমে বিভিন্ন পণ্য অনলাইনে কেনাবেচা (ক্যাশ অন ডেলিভারি) করা হয়। ২০২৩ সালে উক্ত প্রতিষ্ঠানের আওতাধীন ট্যুরিজম প্রতিষ্ঠান ‘ওজিএস ট্যুরস অ্যান্ড ট্রাভেলস’ ব্যবসা শুরু করা হয়। ২০২৪ সালে হজ ও ওমরার বিশ্বস্ত প্রতিষ্ঠান ‘খাদেম এভিয়েশন সার্ভিসেস’ নামে ব্যবসা চালু করা হয়।
উল্লেখ্য যে, আমাদের প্রতিষ্ঠানে এমএলএম পদ্ধতি ও পঞ্জি স্কিম পদ্ধতিতে কোন ব্যবসা পরিচালনা করা হয় না, এমনকি কোন গ্রাহকের কাছ থেকে প্রলোভন দেখিয়ে কোন টাকাও গ্রহণ করা হয় না। এছাড়া আমাদের কোম্পানির স্থানীয় ও বিদেশি কোন ট্রেডিং একাউন্ট নেই যা সম্পূর্ণ ভিত্তিহীন তথ্য ও কোম্পানিকে হেয় প্রতিপন্ন করার নামান্তর। উপরোক্ত অভিযোগগুলোর কোন দালিলিক প্রমাণ নেই। তাই প্রকাশিত সংবাদে আনিত অভিযোগে আমাদের কোম্পানির ভাবমূর্তি ক্ষুণ্ন হয়েছে, ক্রেতা ও ভোক্তাদের মাঝে কোম্পানি সম্পর্কে একটি বিরূপ ধারণা তৈরি হয়েছে যা কোম্পানিকে অর্থনৈতিকভাবে ব্যাপক ক্ষতিগ্রস্ত করেছে। তাই প্রকাশিত সংবাদের তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাচ্ছি।
ওজিএস বাংলাদেশ লিমিটেড ও ‘ওমরাহ হজ এজেন্সি খাদেম এভিয়েশন সার্ভিসেস’
বিআলো/ইমরান



