আসন্ন জাতীয় সংসদ নির্বাচন উপলক্ষে পুলিশের দক্ষতা ও সক্ষমতা বৃদ্ধি প্রশিক্ষণ শুরু
মো. মনির হোসেন, নারায়ণগঞ্জ: আসন্ন জাতীয় সংসদ নির্বাচন-২০২৬কে সামনে রেখে নারায়ণগঞ্জে পুলিশের দক্ষতা ও সক্ষমতা বৃদ্ধির লক্ষ্যে বিশেষ প্রশিক্ষণ কার্যক্রম শুরু হয়েছে।
রবিবার (৫ অক্টোবর) সকালে নারায়ণগঞ্জ জেলা পুলিশ লাইন্সের মাল্টিপারপাস হলে এ প্রশিক্ষণের উদ্বোধন ঘোষণা করেন জেলার পুলিশ সুপার মোহাম্মদ জসীম উদ্দিন, পিপিএম (বার)।
প্রশিক্ষণের প্রথম ব্যাচে ৫০ জন পুলিশ সদস্য অংশগ্রহণ করেন। উদ্বোধনী অনুষ্ঠানে পুলিশ সুপার জসীম উদ্দিন প্রশিক্ষণার্থীদের উদ্দেশ্যে বলেন, “নির্বাচন একটি জাতীয় গুরুত্বপূর্ণ দায়িত্ব। প্রতিটি সদস্যকে সর্বোচ্চ মনোযোগ, পেশাদারিত্ব ও নিরপেক্ষতা বজায় রেখে দায়িত্ব পালন করতে হবে।” তিনি সকলকে আন্তরিকভাবে প্রশিক্ষণ গ্রহণ করে মাঠ পর্যায়ে তা প্রয়োগের আহ্বান জানান।
অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন ও অর্থ) তাসমিন আক্তার, পিপিএম, অতিরিক্ত পুলিশ সুপার (প্রসিকিউশন) মোঃ ইব্রাহিম হোসেন, এবং প্রশিক্ষণ কার্যক্রমের সঙ্গে সংশ্লিষ্ট অন্যান্য পুলিশ কর্মকর্তা ও সদস্যবৃন্দ।
এই প্রশিক্ষণ কার্যক্রমের মাধ্যমে আসন্ন নির্বাচনে নিরাপত্তা ব্যবস্থাকে আরও শক্তিশালী, সমন্বিত ও কার্যকর করার লক্ষ্য নিয়েছে নারায়ণগঞ্জ জেলা পুলিশ।
বিআলো/তুরাগ