সুবিধা না পেয়ে বন্দর থানার ওসিকে নিয়ে মিথ্যাচার
মো.মনির হোসেন, নারায়ণগঞ্জ: নারায়ণগঞ্জের বন্দর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) লিয়াকত আলীকে নিয়ে মিথ্যা ও বানোয়াট প্রচারণা চালানোর অভিযোগ উঠেছে। স্থানীয়ভাবে দাবি করা হচ্ছে, একটি মহল বিশেষ সুবিধা না পেয়ে তাঁকে বিতর্কে জড়াতে অপচেষ্টা চালাচ্ছে।
গত কয়েকদিন ধরে সামাজিক যোগাযোগমাধ্যমে ওসি লিয়াকত আলীকে নিয়ে বিভিন্ন বিভ্রান্তিকর তথ্য ছড়ানো হচ্ছে। তবে এসব তথ্যের কোনো সত্যতা পাওয়া যায়নি বলে জানিয়েছে স্থানীয় একাধিক সূত্র।
জানা গেছে, গেলো মাসে পুলিশের পরিচালিত ‘ডেভিল হান্ট’ অভিযানে বন্দর ইউনিয়নের ৯ নম্বর ওয়ার্ড যুবলীগের সহসভাপতি আমির ফয়সাল অপুকে আটক করা হয়। তিনি বন্দর উপজেলা আওয়ামী লীগের সহসভাপতি শাহাবুদ্দিনের ছেলে। তাঁর পরিবার আওয়ামী লীগের রাজনীতির সঙ্গে যুক্ত; বড় ভাই সম্রাট মহানগর ছাত্রলীগের সহসভাপতি পদে আছেন।
স্থানীয় সূত্রের ভাষ্য, এই ঘটনাকে কেন্দ্র করে একটি সুবিধাবাদী গোষ্ঠী ওসি লিয়াকতের বিরুদ্ধে নেতিবাচক প্রচারণা চালাচ্ছে। সামাজিক যোগাযোগমাধ্যমে “দৈনিক আজকের কণ্ঠ” নামের একটি ফেসবুক পেজে ওসিকে নিয়ে বানোয়াট তথ্য প্রচার করা হচ্ছে বলে অভিযোগ পাওয়া গেছে।
সচেতন মহলের মতে, চলমান ডেভিল হান্ট অভিযান এবং অপরাধ দমনের কার্যক্রম বাধাগ্রস্ত করতেই এই প্রচারণা চালানো হচ্ছে।
২০২৫ সালের ২২ জুন ওসি লিয়াকত আলী বন্দর থানায় যোগ দেন। দায়িত্ব নেওয়ার পর থেকে তিনি ৬৯টি মাদক মামলা দায়ের করেছেন এবং শতাধিক মাদক ব্যবসায়ীকে গ্রেপ্তার করে আদালতে পাঠিয়েছেন। এছাড়া হত্যা মামলা ও বিভিন্ন ওয়ারেন্টভুক্ত আসামি গ্রেপ্তারে উল্লেখযোগ্য সাফল্য অর্জন করেছেন তিনি।
এর আগে তিনি নারায়ণগঞ্জ জেলার রূপগঞ্জ থানার অফিসার ইনচার্জ (ওসি) হিসেবে দায়িত্ব পালন করেছেন। সেখানে দায়িত্ব পালনকালে সাফল্যের স্বীকৃতি হিসেবে তিনি জেলার শ্রেষ্ঠ ওসি নির্বাচিত হয়েছিলেন।
বিআলো/এফএইচএস