এইচএসসিতে পাস ৫৮.৮৩ শতাংশ, জিপিএ-৫ কমেছে ৭৬ হাজারের বেশি
বিআলো প্রতিবেদক: চলতি বছরের এইচএসসি ও সমমান পরীক্ষার ফল প্রকাশিত হয়েছে। এবার গড় পাসের হার ৫৮ দশমিক ৮৩ শতাংশ, যা গত বছরের তুলনায় প্রায় ১৯ শতাংশ কম। জিপিএ-৫ পেয়েছেন ৬৯ হাজার ৯৭ জন শিক্ষার্থী- গত বছরের তুলনায় কমেছে ৭৬ হাজার ৮১৪ জন।
২০২৫ সালের এইচএসসি ও সমমান পরীক্ষার ফল বৃহস্পতিবার (১৬ অক্টোবর) সকাল ১০টায় দেশের ১১টি শিক্ষা বোর্ডের অধীনে একযোগে প্রকাশ করা হয়। পরীক্ষার্থীরা ওয়েবসাইট ও এসএমএসের মাধ্যমে ফলাফল জানতে পারছেন।
শিক্ষা মন্ত্রণালয়ের তথ্য অনুযায়ী, এ বছর ১২ লাখ ৫১ হাজার ১১১ শিক্ষার্থী এইচএসসি ও সমমান পরীক্ষার জন্য ফরম পূরণ করেছিলেন। তাদের মধ্যে ৬ লাখ ১৮ হাজার ১৫ জন ছাত্র এবং ৬ লাখ ৩৩ হাজার ৯৬ জন ছাত্রী। তবে প্রায় ২৭ হাজার শিক্ষার্থী পরীক্ষায় অংশ নেননি। সারাদেশে ২ হাজার ৭৯৭টি কেন্দ্রে পরীক্ষা অনুষ্ঠিত হয়।
গত বছর (২০২৪) গড় পাসের হার ছিল ৭৭ দশমিক ৭৮ শতাংশ, আর ২০২৩ সালে ছিল ৭৮ দশমিক ৬৪ শতাংশ। তুলনামূলকভাবে এবারের ফলাফলে পাসের হার উল্লেখযোগ্যভাবে কমেছে।
সবচেয়ে বেশি পাসের হার দেখা গেছে ঢাকা বোর্ডে- ৬৪ দশমিক ৬২ শতাংশ। সবচেয়ে কম পাসের হার কুমিল্লা বোর্ডে- ৪৮ দশমিক ৮৬ শতাংশ। অন্য বোর্ডগুলোর মধ্যে রাজশাহীতে ৫৯ দশমিক ৪০, যশোরে ৫০ দশমিক ২০, চট্টগ্রামে ৫২ দশমিক ৫৭, বরিশালে ৬২ দশমিক ৫৭, সিলেটে ৫১ দশমিক ৮৬, দিনাজপুরে ৫৭ দশমিক ৪৯ এবং ময়মনসিংহে ৫১ দশমিক ৫৪ শতাংশ শিক্ষার্থী পাস করেছেন।
এবার দেশের ২০২টি শিক্ষাপ্রতিষ্ঠানের সব পরীক্ষার্থী অকৃতকার্য হয়েছেন; গত বছর এ সংখ্যা ছিল ৬৫।
ফল জানার জন্য পরীক্ষার্থীরা শিক্ষা বোর্ডের ওয়েবসাইট www.educationboardresults.gov.bd
বা সংশ্লিষ্ট বোর্ডের নিজস্ব ওয়েবসাইটে রোল ও রেজিস্ট্রেশন নম্বর দিয়ে ফল দেখতে পারবেন। এছাড়া মোবাইল ফোনে এসএমএসের মাধ্যমে HSC<স্পেস>বোর্ডের প্রথম তিন অক্ষর<স্পেস>রোল<স্পেস>বছর লিখে 16222 নম্বরে পাঠিয়েও ফল জানা যাবে।
চলতি বছরের লিখিত পরীক্ষা শুরু হয় গত ২৬ জুন এবং শেষ হয় ১৯ আগস্ট। ব্যবহারিক পরীক্ষা অনুষ্ঠিত হয় ২১ থেকে ৩১ আগস্ট পর্যন্ত।
সারসংক্ষেপে:
* মোট পরীক্ষার্থী: ১২,৫১,১১১
* অংশগ্রহণকারী: প্রায় ১২.২৪ লাখ
* গড় পাসের হার: ৫৮.৮৩%
* জিপিএ-৫: ৬৯,০৯৭ (কমেছে ৭৬,৮১৪)
* শূন্য পাস প্রতিষ্ঠান: ২০২টি
* সেরা বোর্ড: ঢাকা (৬৪.৬২%)
* পিছিয়ে: কুমিল্লা (৪৮.৮৬%)
বিআলো/শিলি



