ফেনীর দাগনভূঞায় দুর্ধর্ষ ডাকাতি, প্রায় দুই কোটি টাকার মালামাল লুট
আবুল হাসনাত তুহিন, ফেনী: ফেনীর দাগনভূঞা উপজেলার জায়লস্কর ইউনিয়নের সিলোনীয়া বাজারসংলগ্ন চানপুর গ্রামে এক দুর্ধর্ষ ডাকাতির ঘটনা ঘটেছে। শুক্রবার (১৭ অক্টোবর) গভীর রাতে আজিজ উল্যা মাস্টারের বাড়িতে সংঘটিত এ ঘটনায় প্রায় দুই কোটি টাকার সম্পদ লুটের অভিযোগ উঠেছে।
পরিবারের সদস্যদের অভিযোগ, গভীর রাতে একদল সশস্ত্র ডাকাত ঘরের গ্রিল ও কলাপসিবল গেট কেটে ভেতরে প্রবেশ করে পরিবারের সবাইকে জিম্মি করে ফেলে। তারা ঘরে থাকা ৭০ ভরি স্বর্ণ, ৩ হাজার ইউরো, নগদ ৪ লাখ টাকা এবং বিভিন্ন মূল্যবান জিনিসপত্র লুট করে নেয়।
ভুক্তভোগী কামাল উদ্দিন বাবুল জানান, ডাকাতরা তাদের বেঁধে ফেলে এবং অস্ত্রের মুখে ভয় দেখিয়ে টাকার অবস্থান জানতে চায়। তিনি আরও বলেন, “আমাদের বেঁধে রেখে তারা ঘরের প্রতিটি কক্ষ তছনছ করে। যাওয়ার আগে আমাকে মারধরও করেছে।”
স্থানীয় সূত্রে জানা যায়, বাবুল মিয়ার বড় মেয়ে লাবনী আক্তার সুইডেন প্রবাসী। সম্প্রতি তিনি দেশে ফিরে বাবার বাড়িতে অবস্থান করছিলেন। তার সঙ্গে ছিলেন বাবুলের ছোট ও বড় বোন। ওই তিনজনের কাছেই প্রায় ৭০ ভরি স্বর্ণালংকার ছিল, যা ডাকাতরা লুট করে নিয়ে যায়। ঘটনার রাতে বাবুলের স্ত্রী ও মেয়ে বাড়িতে ছিলেন না।
ঘটনার খবর পেয়ে শনিবার সকালে স্থানীয়রা পুলিশে খবর দিলে দাগনভূঞা থানা পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করে। এ ঘটনায় মামলা করার প্রস্তুতি চলছে বলে জানা গেছে।
স্থানীয়দের অভিযোগ, এলাকাটিতে সক্রিয় কয়েকজন চিহ্নিত সন্ত্রাসী ও মাদক ব্যবসায়ী এ ঘটনার সঙ্গে জড়িত থাকতে পারে। তারা দীর্ঘদিন ধরে এলাকায় চাঁদাবাজি, ছিনতাই ও ডাকাতির মতো অপরাধে যুক্ত। স্থানীয়রা দ্রুত তদন্তের মাধ্যমে অপরাধীদের শনাক্ত করে শাস্তির দাবি জানিয়েছেন।
ফেনীর পুলিশ সুপার হাবিবুর রহমান ঘটনাস্থল পরিদর্শন করে বলেন, “এখানে একটি ক্রাইমের ঘটনা ঘটেছে। এটি ডাকাতি নাকি চুরি, তদন্তের মাধ্যমে বিষয়টি পরিষ্কার হবে। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে—বাড়ির সঙ্গে ঘনিষ্ঠ বা যাদের যাতায়াত রয়েছে, তাদের মধ্যে কেউ জড়িত থাকতে পারে। তদন্তের মাধ্যমে সত্য উদঘাটন করে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।”
বিআলো/তুরাগ



