• যোগাযোগ
  • অভিযোগ
  • সংবাদ দিন
  • ই-পেপার
    • ঢাকা, বাংলাদেশ

    গলাচিপায় স্বাস্থ্য কর্মকর্তা মেজবাহ উদ্দিনের অপসারণের দাবিতে বিক্ষোভ-মানববন্ধন 

     dailybangla 
    19th Oct 2025 5:31 pm  |  অনলাইন সংস্করণ

    মু. জিল্লুর রহমান জুয়েল, পটুয়াখালী : পটুয়াখালীর গলাচিপা উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. মেজবাহ উদ্দিনের অপসারণের দাবিতে বিক্ষোভ ও মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে।

    রবিবার (১৯ অক্টোবর) বেলা সাড়ে ১০টার দিকে গলাচিপা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের প্রধান ফটকের সামনে “উপজেলা সর্বস্তরের জনসাধারণ” ব্যানারে এ কর্মসূচি অনুষ্ঠিত হয়।

    মানববন্ধনে বক্তারা অভিযোগ করেন, ডা. মেজবাহ উদ্দিন দায়িত্ব পালনের সময় নানা অনিয়ম ও দুর্নীতিতে জড়িয়ে পড়েছেন। তারা ৪৮ ঘণ্টার মধ্যে তাকে অপসারণসহ তার বিরুদ্ধে বিচার বিভাগীয় তদন্তের দাবি জানান।

    বিক্ষোভকারীদের উপস্থাপিত দাবিগুলোর মধ্যে রয়েছে- ১. দুর্নীতির অভিযোগে স্বাস্থ্য কর্মকর্তা ডা. মেজবাহ উদ্দিনকে দ্রুত অপসারণ, ২. বিগত তিন বছরের আর্থিক বরাদ্দ ও ব্যয়ের বিস্তারিত বিবরণ প্রকাশ, ৩. ২০২৫ সালের নির্বাচনে সংশ্লিষ্ট রাজনৈতিক প্রভাব ও কার্যকলাপের তদন্ত, ৪. হাসপাতাল এলাকা পরিষ্কার-পরিচ্ছন্ন রাখা ও বর্জ্য অপসারণ, ৫. টয়লেট, বাথরুম ও স্যানিটেশন ব্যবস্থা সংস্কার, ৬. রোগীদের খাবার তালিকা ও সরকার প্রদত্ত ওষুধের তালিকা বোর্ডে প্রকাশ, ৭. শূন্য পদে ডাক্তার, নার্স ও অন্যান্য কর্মী নিয়োগ, ৮. জরাজীর্ণ ভবনের সংস্কারকাজ শুরু, ৯. সিজার, প্যাথলজি ও এক্স-রে সেবা চালু করা, ১০. অন্তত দুটি সচল অ্যাম্বুলেন্স ও আধুনিক স্টোররুম চালু করা।

    গলাচিপা সরকারি কলেজের ছাত্র শিবির সভাপতি রফিকুল ইসলাম বলেন, ডা. মেজবাহ উদ্দিন দায়িত্বে থেকে নানা দুর্নীতি করেছেন। তার পদত্যাগ না হওয়া পর্যন্ত আমাদের আন্দোলন চলবে। এ বিষয়ে ডা. মেজবাহ উদ্দিনের বক্তব্য জানা সম্ভব হয়নি।

    বিআলো/এফএইচএস

    এই বিভাগের আরও খবর
     
    Jugantor Logo
    ফজর ৫:০৫
    জোহর ১১:৪৬
    আসর ৪:০৮
    মাগরিব ৫:১১
    ইশা ৬:২৬
    সূর্যাস্ত: ৫:১১ সূর্যোদয় : ৬:২১

    আর্কাইভ

    October 2025
    M T W T F S S
     12345
    6789101112
    13141516171819
    20212223242526
    2728293031