ইসরাইলি সেনা বিজ্ঞানীদের গোপন তথ্য ফাঁসের দাবি ‘হান্দালা’ হ্যাকারদের
dailybangla
19th Oct 2025 6:38 pm | অনলাইন সংস্করণ
আন্তর্জাতিক ডেস্ক: ইসরাইলের ১৭ জন জ্যেষ্ঠ সামরিক বিজ্ঞানীর ব্যক্তিগত তথ্য ফাঁস করেছে ‘হান্দালা’ নামের এক হ্যাকার গ্রুপ। ইরানি সংবাদ সংস্থা মেহের জানিয়েছে, এটি ‘নজিরবিহীন তথ্য ফাঁস’।
হান্দালা গ্রুপ তাদের বিবৃতিতে জানিয়েছে, “আমরা প্রথমবারের মতো ইহুদিবাদী শাসনের যুদ্ধযন্ত্রের মূল স্থপতিদের তথ্য প্রকাশ করছি। তারা সাধারণ কর্মচারী নয়- তারা ধ্বংসের স্থপতি, যারা অস্ত্র নকশা করে নিরীহ মানুষের মৃত্যু ঘটাচ্ছে।”
তবে ইসরাইলি কর্তৃপক্ষ এখনো পর্যন্ত এ বিষয়ে কোনো মন্তব্য করেনি। ফাঁস হওয়া তথ্যের সত্যতাও স্বাধীনভাবে যাচাই করা যায়নি। আন্তর্জাতিক সাইবার নিরাপত্তা বিশ্লেষকেরা বলছেন, এই ঘটনায় মধ্যপ্রাচ্যের সাইবার উত্তেজনা আরও বাড়তে পারে।
বিআলো/শিলি



