রূপনগর অগ্নিকাণ্ডে নিহত ১৬ জনের লাশ স্বজনদের কাছে হস্তান্তর
নিজস্ব প্রতিবেদক: রাজধানীর মিরপুরের রূপনগর শিয়ালবাড়ি এলাকায় ভয়াবহ অগ্নিকাণ্ডে নিহত ১৬ জনের লাশ স্বজনদের কাছে হস্তান্তর করা হয়েছে। রোববার (১৯ অক্টোবর) রাতে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালের মর্গে ডিএনএ পরীক্ষার রিপোর্ট মিলিয়ে লাশগুলো হস্তান্তর করা হয়।
রূপনগর থানার পরিদর্শক (তদন্ত) মোখলেসুর রহমান জানান, সিআইডির ফরেনসিক ল্যাব থেকে ডিএনএ প্রতিবেদন পাওয়ার পর লাশ হস্তান্তরের প্রক্রিয়া শুরু হয়। রাত সাড়ে ১০টা থেকে শুরু হয়ে মধ্যরাত পর্যন্ত চলে এ কার্যক্রম।
দাফনের খরচ হিসেবে দুর্যোগ ও ত্রাণ মন্ত্রণালয়ের অর্থায়নে নিহতদের প্রত্যেক পরিবারের হাতে ২৫ হাজার টাকা করে সহায়তা দিয়েছে ঢাকা জেলা প্রশাসন। এ অনুদান হস্তান্তর করেন তেজগাঁও উন্নয়ন সার্কেলের নির্বাহী প্রকৌশলী মো. জাকির হোসেন।
উল্লেখ্য, গত মঙ্গলবার শিয়ালবাড়ির একটি পোশাক কারখানা ও কেমিক্যাল গুদামে ভয়াবহ আগুন লাগে। আগুনের তীব্রতায় পাশের চারতলা ভবনে বিস্ফোরণ ঘটে এবং ঘটনাস্থল থেকে ১৬টি মরদেহ উদ্ধার করে ফায়ার সার্ভিস। পরে লাশগুলো ময়নাতদন্ত ও ডিএনএ পরীক্ষার জন্য ঢাকা মেডিকেলে পাঠানো হয়।
বিআলো/শিলি



