জবি শিক্ষার্থী জোবায়েদ হত্যা: প্রেমঘটিত দ্বন্দ্বের জের
নিজস্ব প্রতিবেদক: জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের ছাত্র ও ছাত্রদল নেতা জোবায়েদ হোসাইন হত্যাকাণ্ডের পেছনে প্রেমঘটিত দ্বন্দ্বের তথ্য মিলেছে। পুলিশ জানায়, আটক ছাত্রী বর্ষা ও তার প্রেমিক মাহিরের সম্পর্কের টানাপোড়েনেই হত্যার সূত্রপাত।
বংশাল থানার ওসি রফিকুল ইসলাম বলেন, বর্ষা মাহিরকে জানিয়েছিলেন, তিনি জোবায়েদকে পছন্দ করেন। জোবায়েদ জানতেন না। ক্ষুব্ধ হয়ে মাহির ও তার বন্ধু জোবায়েদকে হত্যা করে।
জোবায়েদ ২০১৯-২০ শিক্ষাবর্ষের জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের পরিসংখ্যান বিভাগের শিক্ষার্থী ছিলেন। তিনি কুমিল্লা জেলা ছাত্র কল্যাণ পরিষদের সভাপতি ও শাখা ছাত্রদলের আহ্বায়ক সদস্যও ছিলেন।
গত রোববার বিকেল ৪:৩০টার দিকে পুরান ঢাকার ‘রৌশান ভিলা’-র তিনতলায় রক্তাক্ত অবস্থায় তার মরদেহ পাওয়া যায়। ঘটনার পর শিক্ষার্থীরা বিক্ষোভ চালিয়ে থানার সামনে আগুন জ্বালান। রাতেই বর্ষা হেফাজতে নেওয়া হয়।
নিহতের পরিবার জানিয়েছে, তারা হত্যার বিচার চায়। ওসি জানিয়েছেন, মামলা পরিবারে নাম থাকা আসামিদের বিরুদ্ধেই নেওয়া হবে এবং বিশ্ববিদ্যালয় প্রশাসনের সঙ্গে আলোচনা চলবে।
বিআলো/শিলি



