• যোগাযোগ
  • অভিযোগ
  • সংবাদ দিন
  • ই-পেপার
    • ঢাকা, বাংলাদেশ

    পাকিস্তানের প্রথম হাইপারস্পেকট্রাল স্যাটেলাইট মহাকাশে 

     dailybangla 
    20th Oct 2025 3:09 pm  |  অনলাইন সংস্করণ

    আর্ন্তজাতিক ডেস্ক: পাকিস্তান সফলভাবে তাদের প্রথম হাইপারস্পেকট্রাল স্যাটেলাইট ‘এইচএস–১’ মহাকাশে উৎক্ষেপণ করেছে। দেশটি একে মহাকাশ কর্মসূচির একটি গুরুত্বপূর্ণ মাইলফলক হিসেবে দেখছে।

    রবিবার (১৯ অক্টোবর) পাকিস্তানের মহাকাশ সংস্থা সুপারকো উত্তর-পশ্চিম চীনের জিউকুয়ান স্যাটেলাইট লঞ্চ সেন্টার থেকে স্যাটেলাইটটি উৎক্ষেপণ করে।

    ‘এইচএস-১’ স্যাটেলাইট মাটি, উদ্ভিদ, জল এবং নগর এলাকার সূক্ষ্ম পরিবর্তন শনাক্ত করতে সক্ষম। এটি নির্ভুল কৃষি, পরিবেশ পর্যবেক্ষণ, নগর পরিকল্পনা, দুর্যোগ ব্যবস্থাপনা ও পানিসম্পদ নিয়ন্ত্রণে ব্যবহার হবে বলে জানানো হয়েছে।

    সুপারকোর চেয়ারম্যান মুহাম্মদ ইউসুফ খান বলেন, এই প্রযুক্তি কৃষি উৎপাদনশীলতা ও জলবায়ু সহনশীলতা বৃদ্ধি করবে এবং প্রাকৃতিক সম্পদের সর্বোত্তম ব্যবস্থাপনায় সহায়তা করবে।

    পাকিস্তানের পররাষ্ট্র মন্ত্রণালয় জানায়, এই উৎক্ষেপণ চীন- পাকিস্তান কৌশলগত অংশীদারত্বের প্রতিফলন, যা মহাকাশের শান্তিপূর্ণ ব্যবহারে দুই দেশের সহযোগিতাকে আরও জোরদার করবে।

    চলতি বছর এটি পাকিস্তানের তৃতীয় স্যাটেলাইট উৎক্ষেপণ। এর আগে উৎক্ষেপিত ইও-১ ও কেএস-১ বর্তমানে কক্ষপথে সক্রিয় রয়েছে।

    বিশেষজ্ঞদের মতে, স্যাটেলাইটটি সিপিইসি প্রকল্পে ভূতাত্ত্বিক ঝুঁকি শনাক্ত ও টেকসই উন্নয়নে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে, যদিও চীনের মাটি থেকে উৎক্ষেপণ হওয়ায় পাকিস্তানের প্রযুক্তিগত নির্ভরতা নিয়ে প্রশ্নও উঠেছে।

    বিআলো/শিলি

    এই বিভাগের আরও খবর
     
    Jugantor Logo
    ফজর ৫:০৫
    জোহর ১১:৪৬
    আসর ৪:০৮
    মাগরিব ৫:১১
    ইশা ৬:২৬
    সূর্যাস্ত: ৫:১১ সূর্যোদয় : ৬:২১

    আর্কাইভ

    October 2025
    M T W T F S S
     12345
    6789101112
    13141516171819
    20212223242526
    2728293031