হলুদ শাড়িতে মায়া ছড়ালেন জয়া আহসান
dailybangla
20th Oct 2025 6:32 pm | অনলাইন সংস্করণ
বিনোদন ডেস্ক: রঙিন ফ্যাশনে আবারও আলোচনায় ঢালিউড ও টলিউডের জনপ্রিয় অভিনেত্রী জয়া আহসান।
সামাজিক মাধ্যমে সম্প্রতি হলুদ রঙের শাড়িতে নিজের নতুন কিছু ছবি প্রকাশ করেছেন জয়া আহসান। হাস্যোজ্জ্বল মুখে শান্ত সৌন্দর্যে ভরপুর ছবিগুলো মুহূর্তেই ভাইরাল হয়ে গেছে নেটমাধ্যমে।
কালো মিশ্র ছাপার ডিজাইন ও রুচিশীল ফ্যাশনের মেলবন্ধনে জয়ার সাজে ধরা দিয়েছে অনন্য এক আভিজাত্য। অভিনয়ের পাশাপাশি ফ্যাশন জগতে তার উপস্থিতি সবসময়ই প্রশংসিত।

ভক্তদের একজন মন্তব্য করেন, ‘সৃষ্টিকর্তা আপনাকে যত্নে বানিয়েছেন।’ আরেকজন লেখেন, ‘রঙিন শাড়িতে রূপের মায়া!’- এভাবেই অনুরাগীদের প্রশংসায় ভাসছেন অভিনেত্রী।
দেশের গণ্ডি পেরিয়ে কলকাতাতেও সমান জনপ্রিয় জয়া আহসান নিয়মিত নিজের রুচিশীল পোশাক ও ব্যক্তিত্ব দিয়ে ফ্যাশনপ্রেমীদের অনুপ্রেরণা হয়ে উঠেছেন।
বিআলো/শিলি



