এমবাপ্পের গোলে রিয়ালের জয়, পিছিয়ে গেল বার্সা
dailybangla
20th Oct 2025 6:35 pm | অনলাইন সংস্করণ
স্পোর্টস ডেস্ক: কিলিয়ান এমবাপ্পের একমাত্র গোলে গেতাফেকে হারিয়ে লা লিগার শীর্ষে উঠেছে রিয়াল মাদ্রিদ।
শীর্ষস্থান ধরে রাখতে হলে জেতাই ছিল বাধ্যতামূলক। তবে গেতাফের মাঠে রিয়ালকে করতে হয়েছে কষ্টের জয়। ম্যাচের একমাত্র গোলটি আসে ৮৪তম মিনিটে, আর্দা গুলারের পাস থেকে এমবাপ্পের পায়ে।
এই জয়ে ৯ ম্যাচে রিয়ালের পয়েন্ট দাঁড়ায় ২৪, আর সমান ম্যাচে ২২ পয়েন্ট নিয়ে দ্বিতীয় স্থানে নেমে যায় বর্তমান চ্যাম্পিয়ন বার্সেলোনা।
পুরো ম্যাচে ৭৬ শতাংশ বল দখলে রেখে রিয়াল নেয় ২৩টি শট, যার ১০টি ছিল লক্ষ্যে। অন্যদিকে গেতাফে মাত্র একটি শট রাখতে পারে লক্ষ্যভেদী। টানা ১১ ম্যাচে গোল করে নিজের দুর্দান্ত ধারাবাহিকতা বজায় রাখলেন ফরাসি তারকা এমবাপ্পে।
বিআলো/শিলি



