গাজায় যুদ্ধবিরতি পুনরায় কার্যকর ঘোষণা ইসরাইলের
আন্তর্জাতিক ডেস্ক: এক দিনের টানা বোমাবর্ষণের পর আবারও যুদ্ধবিরতি কার্যকরের ঘোষণা দিয়েছে ইসরাইলি প্রতিরক্ষা বাহিনী (আইডিএফ)।
রবিবার গাজার বিভিন্ন স্থানে হামলা চালিয়ে অন্তত ৪৫ জন ফিলিস্তিনিকে হত্যা করে ইসরাইলি বাহিনী। ইসরাইল দাবি করে, রাফাহে হামাসের আক্রমণে তাদের দুই সেনা নিহত ও তিনজন আহত হয়েছে। তবে হামাস জানিয়েছে, রাফাহের ওই সংঘর্ষ সম্পর্কে তারা অবগত নয়।
দিনের শেষ দিকে আইডিএফ এক বিবৃতিতে জানায়, ‘রাজনৈতিক পর্যায়ের নির্দেশনা অনুযায়ী এবং গাজায় হামলার পর আবারও যুদ্ধবিরতি কার্যকর করা হয়েছে, যা হামাস পূর্বে ভঙ্গ করেছিল।’
গাজার গণমাধ্যম দপ্তর জানায়, গত শুক্রবার (১০ অক্টোবর) থেকে যুদ্ধবিরতি কার্যকর হলেও ইসরাইলি বাহিনীর হামলায় এখন পর্যন্ত ৯৭ জন নিহত ও ২৩০ জন আহত হয়েছেন। প্রতিষ্ঠানটি আরও জানায়, যুদ্ধবিরতি শুরু হওয়ার পর থেকে ইসরাইল অন্তত ৮০ বার চুক্তি ভঙ্গ করেছে।
গাজার স্বাস্থ্য মন্ত্রণালয়ের হিসাবে, ২০২৩ সালের অক্টোবর থেকে এখন পর্যন্ত ইসরাইলি হামলায় ৬৮ হাজার ১৫৯ জন ফিলিস্তিনি নিহত এবং এক লাখ ৭০ হাজার ২০৩ জন আহত হয়েছেন।
বিআলো/শিলি



