সাম্প্রতিক ষড়যন্ত্রের বিরুদ্ধে উত্তরায় বিএনপির মতবিনিময় সভা
নিজস্ব প্রতিবেদক: বাংলাদেশের স্বাধীনতা, সার্বভৌমত্ব ও গণতন্ত্রের বিরুদ্ধে চলমান ষড়যন্ত্রের বিরুদ্ধে জনগণকে সচেতন করতে রাজধানীর উত্তরায় মতবিনিময় সভা করেছে বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)।
সোমবার বিকেলে উত্তরার মুগ্ধ মঞ্চে আয়োজিত এই সভায় সাধারণ জনগণসহ প্রায় পাঁচ হাজার বিএনপি নেতাকর্মী উপস্থিত ছিলেন।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ঢাকা মহানগর উত্তর বিএনপির যুগ্ম আহ্বায়ক ও ঢাকা-১৮ আসনের বিএনপি মনোনয়নপ্রত্যাশী মুহাম্মদ আফাজ উদ্দিন।
প্রধান অতিথির বক্তব্যে আফাজ উদ্দিন বলেন, “পতিত ফ্যাসিস্টের দোসররা এখনো বিভিন্ন জায়গায় সক্রিয়। তারা দেশে বিশৃঙ্খলা সৃষ্টির চেষ্টা করছে। সর্বশেষ বিমানবন্দরের মতো একটি গুরুত্বপূর্ণ স্থানে আগুন লাগানোর ঘটনাটি কে বা কারা ঘটিয়েছে—সেটি জাতিকে জানতে হবে।”
তিনি আরও বলেন, “ষড়যন্ত্র এখনো শেষ হয়নি। আমাদের সবাইকে সজাগ থাকতে হবে— ‘ষড়যন্ত্র হয়নি শেষ, সজাগ থাকো বাংলাদেশ।’”

আফাজ উদ্দিন বিএনপি নেতাকর্মীদের আহ্বান জানান, দেশনেতা তারেক রহমানের ঘোষিত রাষ্ট্র মেরামতের ৩১ দফা বাস্তবায়নের লক্ষ্যে ঐক্যবদ্ধভাবে কাজ করতে এবং বিবিসিকে দেওয়া তারেক রহমানের সাম্প্রতিক সাক্ষাৎকারে উল্লেখিত দিকনির্দেশনা অনুযায়ী সাধারণ মানুষের পাশে দাঁড়াতে।
সভায় ঢাকা-১৮ আসনের স্থানীয় নেতৃবৃন্দসহ বিভিন্ন ওয়ার্ড ও থানা পর্যায়ের বিএনপি নেতাকর্মীরাও বক্তব্য রাখেন।
বিআলো/তুরাগ



