বিমানবন্দরের অগ্নিকাণ্ডে রপ্তানিতে ধাক্কা, ক্ষতি এক বিলিয়ন ডলার
নিজস্ব প্রতিবেদক: শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের কার্গো কমপ্লেক্সে ভয়াবহ অগ্নিকাণ্ডে প্রায় এক বিলিয়ন ডলার বা ১২ হাজার কোটি টাকার ক্ষতি হয়েছে বলে দাবি করেছে এক্সপোর্টার্স অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ (ইএবি)।
সংগঠনটির সভাপতি ও বিকেএমইএ নেতা মোহাম্মদ হাতেম সোমবার রাজধানীর হোটেল সোনারগাঁওয়ে আয়োজিত সংবাদ সম্মেলনে বলেন, এই অগ্নিকাণ্ড শুধু আর্থিক ক্ষতিই নয়, দেশের ভাবমূর্তিতেও বড় আঘাত হেনেছে। নিরাপত্তাজনিত কারণে কিছু আন্তর্জাতিক ক্যারিয়ার ইতিমধ্যেই ঢাকায় কার্যক্রম স্থগিত করেছে বলেও জানান তিনি।
ইএবি ঘটনার পূর্ণাঙ্গ তদন্ত ও ক্ষতি নিরূপণের পর ছয় দফা দাবি জানিয়েছে। সেগুলো হলো-
১. বিমা দাবির দ্রুত নিষ্পত্তি,
২️. বিমাবিহীন ক্ষতির জন্য সরকারি তহবিল গঠন,
৩️. কার্গো ভিলেজ আধুনিকায়ন ও সম্প্রসারণ,
৪️. ওষুধ শিল্পের জন্য শীতাতপ নিয়ন্ত্রিত গুদাম,
৫️. নিরাপদ দূরত্বে রাসায়নিক গুদাম স্থাপন এবং
৬️. গুদাম ব্যবস্থাপনাকে সম্পূর্ণ অটোমেটেড করা।
উল্লেখ্য, গত ১৮ অক্টোবর দুপুরে লাগা আগুনে কার্গো ভবনের বড় অংশ পুড়ে যায়। ফায়ার সার্ভিসের ৩৭টি ইউনিটের প্রায় সাত ঘণ্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আসে, এবং পরদিন বিকেলে সম্পূর্ণ নির্বাপিত হয়।
বিআলো/শিলি



