স্পিনের জাদুতে রেকর্ডবুক বদলে দিল ওয়েস্ট ইন্ডিজ
স্পোর্টস ডেস্ক: মিরপুরে দুই প্রান্ত থেকেই স্পিন আক্রমণ, এক ইনিংসে সর্বোচ্চ ৪৫ ওভার স্পিন বোলিংয়ের বিশ্ব রেকর্ড
বাংলাদেশ সফরে এসে প্রথম ওয়ানডেতে পরাজয়ের পর সিরিজে টিকে থাকার লড়াইয়ে নেমেই ইতিহাস গড়ল ওয়েস্ট ইন্ডিজ ক্রিকেট দল। মিরপুর শেরেবাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে মঙ্গলবার (২১ অক্টোবর) দ্বিতীয় ওয়ানডেতে টস হেরে ৪৫ ওভার স্পিন বোলিং করে বিশ্ব রেকর্ড গড়েছে ক্যারিবীয়রা।
ওয়ানডে ক্রিকেটে এক ইনিংসে সর্বোচ্চ স্পিন ওভার করার রেকর্ড এখন ওয়েস্ট ইন্ডিজের দখলে। এর আগে ১৯৯৬ সালে শ্রীলঙ্কা এক ইনিংসে ৪৪ ওভার স্পিন করিয়েছিল। সেই রেকর্ড ভেঙে এবার নতুন মাইলফলক গড়ল ক্যারিবীয়রা।
শুধু তাই নয়, ওয়ানডে ইতিহাসে প্রথমবারের মতো দুই প্রান্ত থেকেই স্পিন আক্রমণ শুরু করে নতুন নজির স্থাপন করেছে তারা। নতুন বল হাতে প্রথম ওভারটি করেন বাঁ-হাতি স্পিনার আকিল হোসেন, আর দ্বিতীয় ওভারে অপর প্রান্ত থেকে বল হাতে নেন অধিনায়ক ও ডানহাতি অফ-স্পিনার রস্টন চেজ। পরিসংখ্যান বলছে, ওয়েস্ট ইন্ডিজের ৮৮৭ ম্যাচের ওয়ানডে ইতিহাসে এমন ঘটনা এটাই প্রথম।
প্রথম পাওয়ার-প্লের পুরো ১০ ওভারই সম্পন্ন হয় স্পিনারদের হাতে, যা আধুনিক ওয়ানডে ক্রিকেটে এক বিরল কৌশল হিসেবে বিবেচিত হচ্ছে।
বিশ্লেষকদের মতে, প্রথম ম্যাচে বাংলাদেশের স্পিনারদের, বিশেষ করে রিশাদ হোসেনের ঘূর্ণিতে ব্যাটারদের বিপর্যয়ের পর নিজেদের পরিকল্পনাতেও বড় পরিবর্তন এনেছে ওয়েস্ট ইন্ডিজ। পেসার জাইডেন সিলসের জায়গায় দলে যুক্ত করা হয় বিশেষজ্ঞ স্পিনার আকিল হোসেনকে।
মিরপুরের ঘূর্ণিমুখর পিচে বাংলাদেশও পিছিয়ে ছিল না। অধিনায়ক নাজমুল হোসেন শান্ত টস হারলেও একাদশে একজন পেসার কমিয়ে বাঁ-হাতি স্পিনার নাসুম আহমেদকে অন্তর্ভুক্ত করেন।
ব্যাটিংয়ে বাংলাদেশ ৫০ ওভারে ৭ উইকেটে তোলে ২১৩ রান। ইনিংসের শেষ দিকে রিশাদ হোসেন ঝড় তোলেন ব্যাট হাতে- মাত্র ১৪ বলে তিন ছক্কা ও তিন চারে ৩৯ রানের ঝড়ো ইনিংস। ওপেনার সৌম্য সরকার ৮৯ বলে করেন দলীয় সর্বোচ্চ ৪৫ রান, অধিনায়ক মেহেদি হাসান মিরাজ ৫৮ বলে ৩২ ও নুরুল হাসান সোহান ২৪ বলে ২৩ রান যোগ করেন।
মিরপুরের কালো মাটিতে গড়া এই ম্যাচ ক্রিকেটবিশ্বে আলোচনার জন্ম দিয়েছে- কারণ, পেসের ঐতিহ্য ভেঙে ঘূর্ণিতেই সাফল্যের রাস্তা খুঁজে নিয়েছে ক্যারিবীয়রা।
বিআলো/শিলি



