শাড়ি বিতর্কে তিশা: হিউমারে বললেন ‘প্রতারক আমি’
বিনোদন ডেস্ক: ছোট পর্দার জনপ্রিয় মুখ তানজিন তিশা সম্প্রতি সোশ্যাল মিডিয়ায় হালকা বিতর্কে জড়িয়ে পড়লেন। কারণ? এক নারী উদ্যোক্তা জানিয়েছেন, প্রমোশনের বিনিময়ে নেওয়া শাড়ি দীর্ঘ সময় ধরে রক্ষা হয়নি। তবে তিশা নিজেই হাস্যরসের ছলে এই বিষয়টি নিয়ে মুখ খুলেছেন।
তানজিন তিশা যে অভিনয় আর ফ্যাশনে সমান হাতখোলা, তা নতুন কিছু নয়। ছোট পর্দা থেকে শুরু করে র্যাম্প মডেলিং, এরপর বড় পর্দা-‘সোলজার’ সিনেমার মাধ্যমে এখন শাকিব খানের বিপরীতে অভিনয় করার প্রস্তুতি।

কিন্তু এইবার আলোচনার কেন্দ্রবিন্দু হয়েছেন একটি শাড়ি! জানা গেছে, গত ১৭ জানুয়ারি তিশা ভেরিফায়েড ইন্সটাগ্রামে যোগাযোগ করেন একটি অনলাইন ফ্যাশন পেজের সঙ্গে। জামদানি শাড়ির ছবি ও দাম খুঁজে বের করার পর একটিতে চোখ আটকে যায় তার। পেজটির প্রস্তাব: শাড়ি বিনামূল্যে, শুধু পরে ছবি তুলে প্রচার করতে হবে। তিশা লুফে নেন প্রস্তাবটি এবং শাড়িটি ঠিক সময়ে পৌঁছে যায়।
এবারই কিন্তু ১০ মাস পেরিয়ে গেলেও শাড়ি নিয়ে অভিযোগ উঠল। তবে তিশা হালকা-ফুলকা স্টাইলেই বিষয়টি ফেসবুকে তুলে ধরলেন। তিনি লিখেছেন,
“গিফট নিয়ে হয়ে গেলাম প্রতারক। হাহা! আর ফটোশুটই যদি করাতে চান, পারিশ্রমিক কই? আজব নারী উদ্যোক্তা! আপনার গিফটরে সালাম।”
নেটিজেনরা অবশ্য তিশার এই স্পষ্টবাদী এবং হাস্যরসাত্মক মন্তব্যে মিশ্র প্রতিক্রিয়া দিয়েছেন। কেউ সমর্থন করেছেন, কেউ হালকা খোঁচা দিয়েও মজা নিয়েছেন।
তিশার ফ্যানদের মতে, “যে কেউই শাড়ি বিতর্ককে এভাবে স্টাইলিশভাবে মোকাবেলা করতে পারবে না!”
বিআলো/শিলি



