শ্রীলংকায় বিরোধী নেতাকে নিজ কার্যালয়ে গুলি করে হত্যা
আর্ন্তজাতিক ডেস্ক: শ্রীলংকার উপকূলীয় শহর ওয়েলিগামায় বিরোধীদলীয় নেতা লাসান্তা বিক্রমাসেকেরা’কে (৩৮) বুধবার তার নিজ কার্যালয়ে গুলি করে হত্যা করা হয়েছে। পুলিশ জানায়, হামলাকারী এখনও শনাক্ত হয়নি এবং হত্যার উদ্দেশ্য স্পষ্ট নয়।
বিক্রমাসেকেরা স্থানীয় সামাগি জানা বালাভেগায়া (এসজেবি) দলের সদস্য ও ওয়েলিগামা নগর পরিষদের চেয়ারম্যান ছিলেন।
পুলিশ ও স্থানীয় সংবাদমাধ্যমের বরাত দিয়ে জানা যায়, তিনি সাধারণ নাগরিকদের সঙ্গে বৈঠক চলাকালীন এক ব্যক্তি রিভলভার দিয়ে তাকে লক্ষ্য করে একাধিক গুলি চালায়। গুলিবিদ্ধ হয়ে ঘটনাস্থলেই তিনি মারা যান।
হামলায় অন্য কেউ আহত হয়নি এবং বন্দুকধারী পালিয়ে গেছে। পুলিশ জানায়, ঘটনার তদন্ত চলছে। স্থানীয় রাজনীতিবিদদের মতে, ওয়েলিগামা পরিষদের নিয়ন্ত্রণ নিয়ে শাসক দল ও বিরোধী দলের মধ্যে তিক্ততা নিয়েই ঘটনা ঘটে।
বছরের শুরু থেকে শ্রীলংকায় সহিংস অপরাধের সংখ্যা বৃদ্ধি পেয়েছে।
সরকারি পরিসংখ্যান অনুযায়ী, এ বছর দেশের বিভিন্ন এলাকায় ১০০টির বেশি বন্দুক হামলায় কমপক্ষে ৫০ জন নিহত হয়েছেন, যার অনেকেই মাদক চক্র ও সংগঠিত অপরাধের সঙ্গে যুক্ত।
বিআলো/শিলি



