পশ্চিম তীর সংযুক্তির পথে ইসরায়েল, ক্ষুব্ধ বিশ্ব সম্প্রদায়
আন্তর্জাতিক ডেস্ক: দখলকৃত পশ্চিম তীরে সার্বভৌমত্ব প্রতিষ্ঠার লক্ষ্যে একটি বিতর্কিত বিলের প্রাথমিক অনুমোদন দিয়েছে ইসরায়েলি পার্লামেন্ট নেসেট। মঙ্গলবার ২৫-২৪ ভোটে পাস হওয়া এই বিলটি পাস হলে ফিলিস্তিনের পশ্চিম তীর আনুষ্ঠানিকভাবে ইসরায়েলের সঙ্গে যুক্ত হবে- যা আন্তর্জাতিক আইনের স্পষ্ট লঙ্ঘন বলে সতর্ক করেছেন বিশেষজ্ঞরা।
‘জুদিয়া ও সামারিয়া অঞ্চলে ইসরায়েলি সার্বভৌমত্ব প্রতিষ্ঠা’ শিরোনামের বিলটি উত্থাপন করেন অতিডানপন্থি নোয়াম পার্টির নেতা আভি মাওজ। প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু ও তার দল লিকুদ পার্টি এর বিরোধিতা করলেও জোটের কয়েকজন সদস্য এতে সমর্থন দেন।
নেসেট এখন বিলটি পরবর্তী আলোচনার জন্য পররাষ্ট্র ও প্রতিরক্ষা কমিটিতে পাঠিয়েছে।
বিলটি এমন সময়ে অনুমোদন পেল, যখন এক মাস আগেই মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ঘোষণা দিয়েছিলেন- ওয়াশিংটন পশ্চিম তীর সংযুক্তিকে কোনোভাবেই সমর্থন করবে না।
ফিলিস্তিনি পররাষ্ট্র মন্ত্রণালয়, হামাস, কাতার, সৌদি আরব ও জর্ডান এই পদক্ষেপের নিন্দা জানিয়ে একে অবৈধ ও বিপজ্জনক বলে অভিহিত করেছে। সংযুক্ত আরব আমিরাতও জানিয়েছে, পশ্চিম তীর সংযুক্তিকরণ তাদের কাছে ‘রেড লাইন’।
জাতিসংঘের তথ্য অনুযায়ী, পশ্চিম তীর ও পূর্ব জেরুজালেমে বর্তমানে সাত লাখেরও বেশি ইসরায়েলি অবৈধ বসতিতে বসবাস করছে। সূত্র: আল জাজিরা
বিআলো/শিলি



