ভোটকর্মী নিয়োগে দলীয় প্রভাবমুক্ত থাকার তাগিদ বিএনপির
dailybangla
23rd Oct 2025 4:53 pm | অনলাইন সংস্করণ
নিজস্ব প্রতিবেদক: আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে ইসলামী ব্যাংক ও ইবনে সিনার মতো প্রতিষ্ঠানগুলোর কর্মকর্তা-কর্মচারীদের ভোটগ্রহণ কর্মকর্তা হিসেবে নিয়োগ না দেওয়ার দাবি জানিয়েছে বিএনপি।
বৃহস্পতিবার (২৩ অক্টোবর) প্রধান নির্বাচন কমিশনার এ এম এম নাসির উদ্দিনের কাছে ৩৬ দফা প্রস্তাবনা জমা দেয় দলটি।
প্রস্তাবে বলা হয়, নির্বাচনের নিরপেক্ষতা রক্ষায় রাজনৈতিকভাবে বিতর্কিত বা দলীয় প্রভাবাধীন প্রতিষ্ঠানের কাউকে ভোটের দায়িত্বে না রাখার আহ্বান জানানো হয়েছে।
বিএনপির স্থায়ী কমিটির সদস্য ড. আব্দুল মঈন খানের নেতৃত্বে একটি প্রতিনিধিদল প্রস্তাবনা জমা দেয়। বৈঠক শেষে মঈন খান বলেন, “বিতর্কিত কাউকে যেন ভোটের দায়িত্বে নিয়োগ দেওয়া না হয়।”
বিআলো/শিলি



