মার্কিন উপস্থিতির জবাবে ভেনেজুয়েলায় ৫ হাজার রুশ ক্ষেপণাস্ত্র মোতায়েন
আন্তর্জাতিক ডেস্ক: ক্যারিবীয় সাগর উপকূলে যুক্তরাষ্ট্রের সামরিক উপস্থিতি বাড়ায় নতুন করে উত্তেজনা দেখা দিয়েছে ওয়াশিংটন ও কারাকাসের মধ্যে। এই পরিস্থিতিতে ভেনেজুয়েলার প্রেসিডেন্ট নিকোলাস মাদুরো ঘোষণা দিয়েছেন, তার দেশের সেনাবাহিনীর হাতে রয়েছে পাঁচ হাজার রুশ তৈরি ‘ইগলা-এস’ বিমানবিধ্বংসী ক্ষেপণাস্ত্র, যা দেশের মূল প্রতিরক্ষা অবস্থানগুলোতে মোতায়েন করা হয়েছে।
বুধবার রাষ্ট্রীয় টেলিভিশন ভেনেজোলানা দে তেলেভিসিওন-এ সম্প্রচারিত এক সামরিক অনুষ্ঠানে মাদুরো বলেন, বিশ্বের যেকোনো সেনাবাহিনী জানে ইগলা-এস ক্ষেপণাস্ত্রের সক্ষমতা কতটা। স্বল্প-পাল্লার এই অস্ত্র ড্রোন, হেলিকপ্টার, ক্রুজ মিসাইল ও নিচু উচ্চতায় উড়ন্ত যুদ্ধবিমান লক্ষ্য করে আঘাত হানতে পারে।
তিনি জানান, এসব ক্ষেপণাস্ত্র এতটাই হালকা যে একজন সৈনিক একাই বহন করতে পারেন। “দেশের শেষ পাহাড়, গ্রাম ও শহর পর্যন্ত আমরা এগুলো মোতায়েন করেছি,” যোগ করেন মাদুরো।
অন্যদিকে যুক্তরাষ্ট্র জানিয়েছে, ক্যারিবীয় অঞ্চলে তাদের ৪ হাজার ৫০০ মেরিন ও নৌসেনা সদস্য মোতায়েনের উদ্দেশ্য মাদক চোরাচালান দমন ও সামরিক শক্তি প্রদর্শন। তবে এই পদক্ষেপকে ভেনেজুয়েলা সরাসরি হুমকি হিসেবে দেখছে।
সম্প্রতি সাবেক মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প দাবি করেন, তিনি ভেনেজুয়েলায় গোপন অভিযানের অনুমোদন দিয়েছেন সিআইএকে এবং স্থলভাগেও সামরিক অভিযান সম্প্রসারণের বিষয়টি বিবেচনা করা হচ্ছে।
বিআলো/শিলি



