নির্বাচন পর্যবেক্ষণে ড্রোন ব্যবহারের ভাবনায় সরকার: প্রেস সচিব
নিজস্ব প্রতিবেদক: আগামী জাতীয় সংসদ নির্বাচনকে প্রযুক্তিনির্ভর ও স্বচ্ছ করতে ভোটকেন্দ্রে ড্রোন, সিসিটিভি ও বডি ক্যামেরা ব্যবহারের পরিকল্পনা করছে সরকার। নির্বাচন পর্যবেক্ষণে এই নতুন উদ্যোগের আইনি দিকগুলোও এখন খতিয়ে দেখা হচ্ছে বলে জানিয়েছেন প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম।
বৃহস্পতিবার (২৩ অক্টোবর) বিকেলে রাজধানীর বেইলি রোডে ফরেন সার্ভিস একাডেমিতে আয়োজিত এক সংবাদ সম্মেলনে তিনি সাংবাদিকদের সামনে সরকারের এই ভাবনা তুলে ধরেন।
প্রেস সচিব জানান, সকালে তেজগাঁওয়ে অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূসের সভাপতিত্বে অনুষ্ঠিত উপদেষ্টা পরিষদের বৈঠকে আসন্ন জাতীয় নির্বাচনকে ঘিরে প্রস্তুতি, নিরাপত্তা ও প্রযুক্তি ব্যবহারের সম্ভাবনা নিয়ে বিস্তারিত আলোচনা হয়েছে।
তিনি বলেন, “সরকার চায় নির্বাচনী প্রক্রিয়ায় স্বচ্ছতা ও জবাবদিহিতা নিশ্চিত করতে আধুনিক প্রযুক্তির সর্বোচ্চ ব্যবহার। এ লক্ষ্যে ভোটকেন্দ্রে সিসিটিভি স্থাপন, মাঠে দায়িত্ব পালনকারী পুলিশ সদস্যদের বডি ক্যামেরা দেওয়া এবং আকাশপথে নজরদারির জন্য ড্রোন ব্যবহারের প্রস্তাব এসেছে। বিষয়টির আইনি কাঠামোও বর্তমানে পর্যালোচনাধীন।”
এ সময় প্রেস সচিব আরও জানান, দেশের পররাষ্ট্রসেবাকে আরও কার্যকর ও নাগরিকবান্ধব করতে যুক্তরাষ্ট্রের মিশিগান অঙ্গরাজ্যের ডেট্রয়েট শহরে একটি নতুন কনস্যুলেট অফিস স্থাপনের সিদ্ধান্ত নিয়েছে সরকার।
তিনি বলেন, “প্রধান উপদেষ্টা নির্দেশ দিয়েছেন- কনস্যুলেটের সব সেবা যেন অনলাইনে পরিচালিত হয় এবং চালুর সঙ্গে সঙ্গেই ডিজিটাল কার্যক্রমের পূর্ণ সক্ষমতা নিশ্চিত করা হয়।”
নির্বাচনে প্রযুক্তির এই প্রয়োগ, বিশেষ করে ড্রোন নজরদারি ও বডি ক্যামেরা ব্যবহারের পরিকল্পনা, ভোট পর্যবেক্ষণে নতুন দিগন্ত খুলে দিতে পারে বলে প্রশাসনের সংশ্লিষ্টরা মনে করছেন।
বিআলো/শিলি



