সরাইলকে ট্রাম্পের সতর্কবার্তা: পশ্চিম তীর দখল করলে হারাবে যুক্তরাষ্ট্রের সমর্থন
আর্ন্তজাতিক ডেস্ক: ইসরাইল যদি ফিলিস্তিনের পশ্চিম তীর দখল বা সংযুক্ত করার পথে হাঁটে, তবে তারা যুক্তরাষ্ট্রের সব ধরনের সমর্থন হারাবে বলে কড়া হুঁশিয়ারি দিয়েছেন সাবেক মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প।
মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প স্থানীয় সময় বৃহস্পতিবার (২৩ অক্টোবর) টাইম ম্যাগাজিনকে দেওয়া এক সাক্ষাৎকারে বলেন, ‘এটা ঘটবে না, কারণ আমি আরব দেশগুলোর কাছে কথা দিয়েছি। এখন এটা করা সম্ভব নয়। আমরা আরব দেশগুলোর কাছ থেকে চমৎকার সমর্থন পেয়েছি। যদি ইসরাইল এই পদক্ষেপ নেয়, তাহলে তারা যুক্তরাষ্ট্রের সমস্ত সমর্থন হারাবে।’
ট্রাম্প আরও বলেন, তার প্রশাসনের সময় মধ্যপ্রাচ্যের পরিস্থিতি স্থিতিশীল ছিল এবং সম্পর্কগুলো ইতিবাচক পথে এগোচ্ছিল। তবে ভবিষ্যতে যদি এমন কোনো প্রেসিডেন্ট ক্ষমতায় আসেন যিনি আন্তর্জাতিক অঙ্গনে সম্মান আদায় করতে ব্যর্থ হন, তাহলে এ ভারসাম্য ভেঙে পড়তে পারে।
তার ভাষায়, ‘আমি থাকাকালীন সময়টা আরও ভালো ও শক্তিশালী হবে। কিন্তু আমার পর কী হবে, সেটা বলা কঠিন। যদি খারাপ প্রেসিডেন্ট আসে, তাহলে সবকিছু দ্রুত শেষ হয়ে যেতে পারে। তবে যদি প্রেসিডেন্টকে সম্মান করা হয়, তাহলে দীর্ঘমেয়াদি শান্তি প্রতিষ্ঠা সম্ভব।’
এর আগে চলতি বছরের সেপ্টেম্বরে ট্রাম্প ঘোষণা দিয়েছিলেন, তিনি জর্ডান নদীর পশ্চিম তীর সংযুক্ত করার অনুমতি ইসরাইলকে দেবেন না।
সংবাদমাধ্যম অ্যাক্সিওস জানিয়েছে, হোয়াইট হাউস ইতিমধ্যে ইসরাইলি প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুকে স্পষ্ট করে জানিয়েছে- মধ্যপ্রাচ্যে সংঘাত অব্যাহত থাকলে ইসরাইল আন্তর্জাতিক অঙ্গনে আরও বিচ্ছিন্ন হয়ে পড়বে। সূত্র: টাইম, অ্যাক্সিওস
বিআলো/শিলি



