‘গাজা যুদ্ধের দায় এড়াতে পারবে না পশ্চিমারা’
আন্তর্জাতিক ডেস্ক: গাজায় চলমান মানবিক বিপর্যয়ের মধ্যেও ইউরোপ ও যুক্তরাষ্ট্রের নিষ্ক্রিয় ভূমিকার কঠোর সমালোচনা করেছেন দ্য গার্ডিয়ান-এর বিশ্লেষক নাতালি টুচি। বুধবার প্রকাশিত এক নিবন্ধে তিনি বলেন, তথাকথিত শান্তি পরিকল্পনার আড়ালে পশ্চিমারা ইসরাইলকে জবাবদিহি থেকে রক্ষা করছে।
নাতালি টুচি লিখেছেন, “গাজায় এই শতাব্দীর সবচেয়ে ভয়াবহ মানবিক সংকট চলছে। তবুও পশ্চিমা শক্তিগুলোর, বিশেষ করে ইউরোপীয় ইউনিয়ন ও যুক্তরাষ্ট্রের নীরবতা ও নিষ্ক্রিয়তা কেবল উদ্বেগজনকই নয়, বরং এই অপরাধগুলোর সহযোগিতাও।”
তিনি বলেন, গাজায় যুদ্ধবিরতির প্রক্রিয়াকে ইউরোপ নৈতিক দায়িত্ব পালনের পরিবর্তে নিজেদের দায় এড়ানোর হাতিয়ার হিসেবে ব্যবহার করছে। ইউক্রেন যুদ্ধ ও গাজা যুদ্ধের প্রতি ইউরোপের অবস্থানের দ্বিচারিতা নিয়েও প্রশ্ন তোলেন তিনি।
টুচি আরও উল্লেখ করেন, ইউরোপ দৃঢ়ভাবে রাশিয়ার বিরুদ্ধে নিষেধাজ্ঞা আরোপ করলেও ইসরাইলের ক্ষেত্রে প্রতীকী চাপ প্রয়োগ করতেও অনীহা দেখিয়েছে। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের প্রস্তাবিত তথাকথিত শান্তি পরিকল্পনাও ইউরোপের জন্য দায়িত্ব এড়ানোর সুযোগ তৈরি করেছে বলেও মন্তব্য করেন তিনি।
তিনি সতর্ক করে বলেন, “মানবাধিকার ও ন্যায়বিচারের দাবি যদি সত্যিই পশ্চিমাদের আদর্শ হয়, তাহলে গাজায় ইসরাইলের অপরাধের দায় এড়ানোর কোনো সুযোগ নেই। ইতিহাস এই নীরবতাকে ক্ষমা করবে না।”
বিআলো/শিলি



