২০২৮ পর্যন্ত ইন্টার মায়ামিতে থাকছেন মেসি
স্পোর্টস ডেস্ক: যুক্তরাষ্ট্রের মেজর লিগ সকারের (এমএলএস) দল ইন্টার মায়ামির সঙ্গে নতুন করে ২০২৮ মৌসুম পর্যন্ত চুক্তি করেছেন আর্জেন্টাইন তারকা লিওনেল মেসি। ক্লাবের এক বিবৃতিতে এ তথ্য জানানো হয়েছে।
ইন্টার মায়ামির অফিশিয়াল এক্স (X) ফিডে প্রকাশিত ভিডিওতে দেখা যায়, নতুন স্টেডিয়াম ফ্রিডম পার্কে বসে মেসি নতুন চুক্তিতে সই করছেন। ভিডিওর ক্যাপশনে লেখা- “He is home.”
৩৮ বছর বয়সী মেসি বলেন, “এখানে থাকতে পেরে এবং এই প্রকল্পের অংশ হতে পেরে আমি সত্যিই খুশি। ফ্রিডম পার্ক স্টেডিয়ামে খেলতে পারা আমার স্বপ্ন পূরণ।”
ইন্টার মায়ামির সহ-মালিক ডেভিড বেকহ্যাম বলেন, “মেসি এখনো আগের মতোই প্রতিশ্রুতিবদ্ধ এবং জয়ের ক্ষুধা তার মধ্যে অটুট। এমন একজন খেলোয়াড়কে পাওয়া আমাদের জন্য সৌভাগ্যের।”
২০২৩ সালের জুলাইয়ে পিএসজি ছেড়ে ইন্টার মায়ামিতে যোগ দিয়েছিলেন মেসি। তার বর্তমান চুক্তি ২০২৫ মৌসুমে শেষ হওয়ার কথা ছিল। নতুন চুক্তির ফলে ২০২৬ বিশ্বকাপে খেলার সম্ভাবনাও আরও জোরালো হলো।
বিআলো/শিলি



