গুগল ক্রোমের প্রতিদ্বন্দ্বী ‘অ্যাটলাস’ আনল ওপেনএআই
বিআলো ডেস্ক: কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই)-নির্ভর ওয়েব ব্রাউজার ‘অ্যাটলাস’ উন্মোচন করেছে ওপেনএআই। নতুন এই ব্রাউজারটি সরাসরি গুগল ক্রোমের প্রতিদ্বন্দ্বী হিসেবে বাজারে এসেছে, যা ব্যবহারকারীদের অনুসন্ধান অভিজ্ঞতাকে বদলে দিতে পারে বলে ধারণা করা হচ্ছে।
সান ফ্রান্সিসকোভিত্তিক এই স্টার্টআপ জানিয়েছে, ‘অ্যাটলাস’ প্রথমে অ্যাপলের ল্যাপটপে চালু হবে, পরে এটি উইন্ডোজ, আইওএস ও অ্যান্ড্রয়েডেও পাওয়া যাবে। ওপেনএআইয়ের প্রধান নির্বাহী স্যাম অল্টম্যান বলেন, “এটি এক দশকে একবার পাওয়া সুযোগ- একটি ব্রাউজার কী হতে পারে, সেটিকে নতুনভাবে কল্পনা করার।”
এই ব্রাউজারে যুক্ত হয়েছে ‘এজেন্ট মোড’ নামের একটি বিশেষ ফিচার, যা ব্যবহারকারীর নির্দেশনা অনুযায়ী নিজে থেকেই অনুসন্ধান, ক্লিক ও ব্যাখ্যা দিতে পারে। তবে বিশ্লেষকদের মতে, এ ফিচার ব্যবহারকারীর স্বাধীনতা সীমিত করতে পারে।
প্রযুক্তি বিশ্লেষকরা মনে করছেন, গুগলের মতো বিশাল বাজারে প্রবেশ করা ওপেনএআইয়ের জন্য চ্যালেঞ্জিং হলেও, নতুন প্রযুক্তি বড় পরিবর্তনের সম্ভাবনাও তৈরি করতে পারে- যেমনটি ২০০৮ সালে গুগল ক্রোম চালুর সময় ঘটেছিল।
বিআলো/শিলি



