পশ্চিম তীর সংযুক্তির বিল: ইসরায়েলের পদক্ষেপে বাংলাদেশের তীব্র নিন্দা
কূটনৈতিক প্রতিবেদক: ফিলিস্তিনের পশ্চিম তীরকে ইসরায়েলের সঙ্গে যুক্ত করার উদ্দেশ্যে দেশটির পার্লামেন্টে সম্প্রতি একটি বিল প্রাথমিকভাবে অনুমোদনের ঘটনায় তীব্র নিন্দা জানিয়েছে বাংলাদেশ।
শুক্রবার পররাষ্ট্র মন্ত্রণালয়ের এক বিবৃতিতে এ নিন্দা জানানো হয়।
বিবৃতিতে বলা হয়, আন্তর্জাতিক আইন, জাতিসংঘ সনদ ও নিরাপত্তা পরিষদের প্রস্তাব- বিশেষ করে রেজোলিউশন ২৩৩৪- লঙ্ঘন করে পশ্চিম তীরে অবৈধ বসতি সম্প্রসারণের মাধ্যমে ইসরায়েল তার দখলদারিত্ব অব্যাহত রেখেছে।
বাংলাদেশ স্পষ্ট করে জানায়, পূর্ব জেরুজালেমসহ অধিকৃত ফিলিস্তিনি ভূখণ্ডের ওপর ইসরায়েলের কোনো সার্বভৌমত্ব নেই। ঢাকা আন্তর্জাতিক বিচার আদালতের (আইসিজে) সাম্প্রতিক মতামতকে স্বাগত জানায়, যেখানে বেসামরিক নাগরিকদের অনাহারে রাখাকে যুদ্ধাস্ত্র হিসেবে ব্যবহারের নিষেধাজ্ঞা পুনর্ব্যক্ত করা হয়েছে।
বাংলাদেশ পুনরায় ফিলিস্তিনিদের আত্মনিয়ন্ত্রণের অধিকার ও ১৯৬৭ সালের সীমারেখার ভিত্তিতে পূর্ব জেরুজালেমকে রাজধানী করে স্বাধীন ফিলিস্তিন রাষ্ট্র প্রতিষ্ঠার পক্ষে তার দৃঢ় সমর্থন জানায়।
বিআলো/শিলি



