• যোগাযোগ
  • অভিযোগ
  • সংবাদ দিন
  • ই-পেপার
    • ঢাকা, বাংলাদেশ

    বদলগাছীতে প্রবাসীর বাড়িতে কিশোর গ্যাং-এর হামলা: অন্তত দুই আহত 

     dailybangla 
    24th Oct 2025 8:44 pm  |  অনলাইন সংস্করণ

    এ.বি.এস রতন, নওগাঁ প্রতিনিধি: নওগাঁর বদলগাছীতে ফিরোজ হোসেন নামে এক প্রবাসীর বাড়িতে কিশোর গ্যাং-এর হামলার ঘটনা ঘটেছে। শুক্রবার (২৪ অক্টোবর) বেলা ১২টার দিকে উপজেলার কোলা ইউনিয়নের ভোলার পালশা গ্রামে এই সংঘর্ষের ঘটনা ঘটে।

    প্রত্যক্ষদর্শী ও পুলিশের বরাত দিয়ে জানা গেছে, কয়েক বছর ধরে মালদ্বীপে বসবাস করছেন ফিরোজ হোসেন। প্রায় পাঁচ মাস আগে তিনি পার্শ্ববর্তী বগুড়ার সান্তাহার এলাকার ৫–৬ জনকে মালদ্বীপে নিয়ে যান, যাদের সঙ্গে ছিলেন রনী নামের আরেক ব্যক্তি। তবে সেখানে নিয়ে গিয়ে প্রতিশ্রুত কাজ দিতে ব্যর্থ হন তারা।

    আজ (২৪ অক্টোবর) টাকা ফেরত চেয়ে ওই ৫–৬ জনের আত্মীয়-স্বজন দুলালের বাড়িতে পৌঁছান। সেখানে দুলালের স্ত্রী ও কন্যাসন্তানের সঙ্গে কথা হয়। খবর পেয়ে থানা পুলিশও ঘটনাস্থলে উপস্থিত হন। পুলিশের ও সকলের মধ্যস্থতায় উত্তপ্ত পরিস্থিতি প্রথমে শান্ত হয়।

    কিন্তু এরই মধ্যে স্থানীয় কিশোর গ্যাং-এর রানার নেতৃত্বে ১৫–২০ জন সদস্য হঠাৎ দুলালের পরিবারের উপর হামলা চালায়। এতে অন্তত দুইজন আহত হন। স্থানীয় কিশোর গ্যাং-এর রানার সঙ্গে কথা হলে তিনি দাবি করেন, “আমি কাউকে মারধর করিনি এবং কাউকে মারধরের জন্য নির্দেশও দিইনি।”

    বদলগাছী থানার এসআই মনিরুল ইসলাম ঘটনার সত্যতা স্বীকার করে বলেন, “পুলিশ সকল পক্ষকে শান্ত থাকতে সহযোগিতা করছিল। এ ঘটনায় থানায় কোনো মামলা বা অভিযোগ দায়ের হয়নি। অভিযোগ পেলে অবশ্যই আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।”

    বিআলো/তুরাগ

    এই বিভাগের আরও খবর
     
    Jugantor Logo
    ফজর ৫:০৫
    জোহর ১১:৪৬
    আসর ৪:০৮
    মাগরিব ৫:১১
    ইশা ৬:২৬
    সূর্যাস্ত: ৫:১১ সূর্যোদয় : ৬:২১

    আর্কাইভ

    October 2025
    M T W T F S S
     12345
    6789101112
    13141516171819
    20212223242526
    2728293031