যুক্তরাষ্ট্রের নিষেধাজ্ঞায় কলম্বিয়ার প্রেসিডেন্ট পেত্রো, স্ত্রী ও সন্তান
আর্ন্তজাতিক ডেস্ক: কলম্বিয়ার প্রেসিডেন্ট গুস্তাভো পেত্রো, তার স্ত্রী ও ছেলের ওপর যুক্তরাষ্ট্রের ট্রেজারি মন্ত্রণালয় শুক্রবার (২৪ অক্টোবর) নিষেধাজ্ঞা ঘোষণা করেছে। মন্ত্রণালয় তাদের মাদকপাচার ও কোকেন ব্যবসায়ীদের সহায়ক হিসেবে উল্লেখ করেছে।
যুক্তরাষ্ট্রের ট্রেজারিমন্ত্রী স্কট বেসেন্ট বিবৃতিতে বলেন, “প্রেসিডেন্ট গুস্তাভো পেত্রোর ক্ষমতায় আসার পর থেকে কলম্বিয়ায় কোকেন উৎপাদনে উল্লেখযোগ্য উল্লম্ফন ঘটেছে। ২০২২ সালের পর থেকে দেশটিতে উৎপাদিত কোকেনের পরিমাণ গত কয়েক দশকের চেয়ে বেশি। এই কোকেন যুক্তরাষ্ট্রে প্রবেশ করে মানুষের জীবন বিপন্ন করছে।”
বেসেন্ট আরও বলেন, “মাদক ব্যবসায়ীদের দমন করার বদলে প্রেসিডেন্ট পেত্রো তাদের পৃষ্ঠপোষকতা করছেন। আমরা যুক্তরাষ্ট্রে মাদক প্রবেশ সহ্য করব না, এবং তাই এই কঠোর পদক্ষেপ নেওয়া হলো।”
প্রতিবাদ হিসেবে, কলম্বিয়ার প্রেসিডেন্ট পেত্রো সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে পোস্ট করা বার্তায় বলেন, “ট্রেজারি মন্ত্রণালয়ের বিবৃতিটি মিথ্যা। আমাদের সরকারের আমলে কোকেন উৎপাদন বৃদ্ধি পায়নি, বরং হ্রাস পেয়েছে। এ সময়ে জব্দকৃত কোকেনের পরিমাণ বিশ্বের ইতিহাসে অভূতপূর্ব।”
বিআলো/শিলি



