শি জিনপিংয়ের সঙ্গে বৈঠক নিয়ে আশাবাদী ট্রাম্প
আন্তর্জাতিক ডেস্ক: চীনের প্রেসিডেন্ট শি জিনপিংয়ের সঙ্গে আসন্ন বৈঠককে “খুবই ভালো” আখ্যা দিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। শুক্রবার স্থানীয় সময় হোয়াইট হাউস থেকে এশিয়া সফরে রওনা হওয়ার আগে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি বলেন, দুই দেশের মধ্যে বাণিজ্য, শুল্কনীতি ও তাইওয়ান ইস্যু নিয়েই মূলত আলোচনা হবে।
ট্রাম্প জানান, “প্রেসিডেন্ট শি’র সঙ্গে আলোচনার অনেক বিষয় আছে। আমি মনে করি এটি একটি ফলপ্রসূ বৈঠক হবে।” তিনি আরও বলেন, “আমরা বর্তমানে তাদের ওপর ১৫৭ শতাংশ শুল্ক আরোপ করেছি, যা তাদের জন্য টেকসই নয়। তারা ছাড় চায়, আমরাও কিছু শর্ত রাখব।”
ট্রাম্প আগামী ৩০ অক্টোবর দক্ষিণ কোরিয়ার বুসানে অনুষ্ঠিতব্য এপেক সম্মেলনের ফাঁকে শি জিনপিংয়ের সঙ্গে বৈঠক করবেন। এর আগে তিনি মালয়েশিয়ার প্রধানমন্ত্রী আনোয়ার ইব্রাহিম, জাপানের প্রধানমন্ত্রী সানায়ে তাকাইচি ও দক্ষিণ কোরিয়ার প্রেসিডেন্ট লি জে মিয়ংয়ের সঙ্গেও বৈঠক করবেন।
বিআলো/শিলি



