ক্যারিবীয় অঞ্চলে বিশ্বের বৃহত্তম যুদ্ধজাহাজ পাঠাল যুক্তরাষ্ট্র
আন্তর্জাতিক ডেস্ক: বিশ্বের সবচেয়ে বড় বিমানবাহী যুদ্ধজাহাজ ইউএসএস জেরাল্ড আর ফোর্ড-কে ক্যারিবীয় অঞ্চলে মোতায়েনের নির্দেশ দিয়েছেন মার্কিন প্রতিরক্ষামন্ত্রী পিট হেগসেথ। একসঙ্গে ৯০টি বিমান বহনক্ষম এ যুদ্ধজাহাজটি এখন ভূমধ্যসাগর থেকে নতুন অভিযানে যুক্ত হচ্ছে।
এদিকে, যুক্তরাষ্ট্রের এই পদক্ষেপকে “যুদ্ধ বাধানোর প্রচেষ্টা” বলে অভিযোগ করেছেন ভেনেজুয়েলার প্রেসিডেন্ট নিকোলাস মাদুরো। রাষ্ট্রীয় গণমাধ্যমে তিনি বলেন, “তারা প্রতিশ্রুতি দিয়েছিল আর যুদ্ধ করবে না, অথচ এখন তারাই নতুন সংঘাতের সূচনা করছে।”
পেন্টাগনের মুখপাত্র শন পার্নেল জানান, যুদ্ধজাহাজ মোতায়েনের লক্ষ্য মাদক পাচার ও আন্তর্জাতিক অপরাধ চক্র মোকাবিলা করা। চ্যাথাম হাউসের গবেষক ক্রিস্টোফার সাবাতিনির মতে, যুক্তরাষ্ট্রের এই পদক্ষেপ আসলে মাদুরো সরকারের ওপর চাপ সৃষ্টির কৌশল, যাতে সেনাবাহিনী ও অভ্যন্তরীণ মহলে ভয় তৈরি হয়।
অঞ্চলটিতে এটি ট্রাম্প প্রশাসনের দশম সামরিক অভিযান। কংগ্রেসের কয়েকজন সিনেটর হামলার বৈধতা নিয়ে প্রশ্ন তুলেছেন, তবে ট্রাম্প বলেছেন, “আমার আইনি ক্ষমতা আছে। প্রয়োজনে কংগ্রেসের অনুমোদনও নেব।”
বিআলো/শিলি



