অন্ধত্ব আর নয় স্থায়ী: ‘প্রিমা’ রেটিনা চিপে নতুন জীবনের দৃষ্টি
বিআলো ডেস্ক: দৃষ্টিশক্তি হারানো মানুষদের আবার দেখার সুযোগ এনে দিয়েছে এক যুগান্তকারী উদ্ভাবন। ইলন মাস্কের নিউরালিংকের প্রতিদ্বন্দ্বী সায়েন্স কর্পোরেশন দাবি করেছে, তাদের তৈরি ‘প্রিমা’ রেটিনা ইমপ্লান্ট সিস্টেম অন্ধদের আংশিক দৃষ্টি ফিরিয়ে দিতে সক্ষম।
‘প্রিমা’ সিস্টেমে চশমায় লাগানো ক্যামেরা বাইরের দৃশ্য ধারণ করে রেটিনার নিচে বসানো ক্ষুদ্র চিপে সংকেত পাঠায়, যা মস্তিষ্কে পৌঁছে আংশিক দৃষ্টিশক্তি ফিরিয়ে আনে।
এক বছরব্যাপী ক্লিনিক্যাল পরীক্ষায় দেখা গেছে, এএমডি রোগে আক্রান্ত ৩৮ জনের মধ্যে ৮০ শতাংশ রোগীর দৃষ্টিশক্তিতে অর্থপূর্ণ উন্নতি হয়েছে।
সায়েন্স কর্পোরেশনের প্রতিষ্ঠাতা ম্যাক হোডাক বলেন, “এই প্রযুক্তি শুধু চিকিৎসা নয়, এটি অন্ধত্বের বিরুদ্ধে মানুষের আশা পুনরুজ্জীবিত করেছে।”
‘নিউ ইংল্যান্ড জার্নাল অব মেডিসিন’-এ প্রকাশিত গবেষণায় বলা হয়েছে, প্রিমা প্রযুক্তি দৃষ্টিশক্তি পুনরুদ্ধারে নতুন অধ্যায়ের সূচনা করেছে, যা চিকিৎসা বিজ্ঞানের ইতিহাসে এক বড় অগ্রগতি।
বিআলো/শিলি



