ফার্মগেটে মেট্রোরেলের বিয়ারিং প্যাড পড়ে পথচারী নিহত, চলাচল বন্ধ
নিজস্ব প্রতিবেদক: রাজধানীর ফার্মগেটে মেট্রোরেলের একটি পিলার থেকে ভারী বিয়ারিং প্যাড খুলে পড়ে এক পথচারীর মৃত্যু হয়েছে। নিরাপত্তাজনিত কারণে উত্তরা থেকে মতিঝিল পর্যন্ত মেট্রোরেলের চলাচল সাময়িকভাবে বন্ধ করে দেওয়া হয়েছে।
রোববার (২৬ অক্টোবর) দুপুর ১২টা ২০ মিনিটের দিকে ফার্মগেট মেট্রোরেল স্টেশনের নিচে এ দুর্ঘটনা ঘটে। নিহত ব্যক্তির নাম-পরিচয় এখনো জানা যায়নি বলে জানিয়েছে তেজগাঁও থানা পুলিশ।
তেজগাঁও থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোবারক হোসেন বলেন, “ফার্মগেটে মেট্রোরেলের পিলার থেকে একটি বিয়ারিং প্যাড নিচে পড়ে একজন পথচারী ঘটনাস্থলেই মারা যান। আমরা ঘটনাস্থলে আছি, নিহতের পরিচয় যাচাই করা হচ্ছে।”
প্রত্যক্ষদর্শীদের বরাতে জানা যায়, দুপুরে মেট্রোরেল চলাচলের সময় হঠাৎ করেই পিলারের ওপরের অংশ থেকে একটি ভারী বিয়ারিং প্যাড নিচে পড়ে পথচারীর মাথায় লাগে। তিনি ঘটনাস্থলেই মারা যান।

ঢাকা ম্যাস ট্রানজিট কোম্পানি লিমিটেড (ডিএমটিসিএল) সূত্র জানায়, দুর্ঘটনার পরপরই নিরাপত্তার স্বার্থে উত্তরা থেকে মতিঝিল পর্যন্ত পুরো রুটে মেট্রোরেলের চলাচল বন্ধ রাখা হয়েছে। তবে কবে থেকে আবার চালু হবে, তা এখনো নিশ্চিত নয়।
ডিএমটিসিএল জানায়, পিলারের সঙ্গে থাকা রাবারের বিয়ারিং প্যাডগুলো কম্পন নিয়ন্ত্রণে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। প্রতিটি প্যাডের ওজন প্রায় ১৪০ থেকে ১৫০ কেজি। এগুলো স্থানচ্যুত হলে উড়াল পথের ভারসাম্য নষ্ট হওয়ার আশঙ্কা থাকে, তাই সতর্কতা হিসেবে ট্রেন চলাচল বন্ধ করা হয়েছে।
উল্লেখ্য, গত বছর সেপ্টেম্বরেও ফার্মগেট এলাকায় একই ধরনের একটি বিয়ারিং প্যাড খুলে নিচে পড়ে গিয়েছিল। চলতি বছরের ১৮ সেপ্টেম্বর আগারগাঁও থেকে মতিঝিল পর্যন্ত ট্রেন চলাচল ১১ ঘণ্টা বন্ধ ছিল বিয়ারিং প্যাড পড়ে যাওয়ার ঘটনায়।
একই সমস্যা পুনরাবৃত্তি হওয়ায় মেট্রোরেলের অবকাঠামোগত নিরাপত্তা নিয়ে নতুন করে প্রশ্ন উঠেছে।
বিআলো/শিলি



