ঐতিহ্য সংরক্ষণে পরিকল্পিত উদ্যোগ জরুরি: ডা. জিয়াউদ্দিন হায়দার
মনিরুজ্জামান মনির, ঝালকাঠি: দৈনিক খবরের কাগজ পত্রিকার প্রতিষ্ঠাবার্ষিকী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তৃতায় বিএনপি চেয়ারপার্সন বেগম খালেদা জিয়ার উপদেষ্টা ও বিশ্বব্যাংকের জনস্বাস্থ্য বিষয়ক কর্মকর্তা ড. জিয়াউদ্দিন হায়দার বলেছেন- প্রত্যেক এলাকায় নিজস্ব ইতিহাস, ঐতিহ্য ও সংস্কৃতি রয়েছে। এই সাংস্কৃতিক বৈচিত্র্য সংরক্ষণ ও প্রচারে সাংবাদিকদের অগ্রণী ভূমিকা রাখতে হবে।
তিনি আরো বলেন- এলাকার ইতিহাস ও প্রত্নতাত্ত্বিক নিদর্শন নিয়ে গণমাধ্যমে লেখালেখি হয়, কিন্তু সংরক্ষণের তেমন উদ্যোগ দেখা যায় না। শুধু লিখলেই হবে না, সংরক্ষণের জন্য বাস্তবধর্মী পদক্ষেপ নিতে হবে। এজন্য প্রতিটি জেলা প্রেসক্লাবের সঙ্গে একটি করে মিউজিয়াম স্থাপনের পরিকল্পনা রয়েছে। বিএনপি ক্ষমতায় এলে তা বাস্তবায়নের উদ্যোগ নেয়া হবে।
ড. হায়দার আরও বলেন- ডিজিটাল প্রতিযোগিতার যুগে খবরের কাগজ অনলাইন ও অফলাইন—দু’ভাবেই প্রকাশিত হচ্ছে। লেখার মান ও ছবির গুণগত মানই প্রমাণ করে এটি একটি ভালো মানের মিডিয়া। আমি পত্রিকাটির উত্তরোত্তর সাফল্য কামনা করছি। রবিবার সন্ধ্যায় ঝালকাঠি প্রেসক্লাবের কাজী খলিলুর রহমান মিলনায়তনে অনুষ্ঠিত খবরের কাগজ পত্রিকার দ্বিতীয় বর্ষপূর্তি উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন।
অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন পুলিশ সুপার উজ্জ্বল কুমার রায়, জেলা বিএনপির সদস্য সচিব এ্যাডভোকেট শাহাদাৎ হোসেন, জেলা জামায়াতের আমীর অ্যাডভোকেট হাফিজুর রহমান, বাস ও মিনিবাস মালিক সমিতির সভাপতি ও পৌর বিএনপির সাধারণ সম্পাদক আনিছুর রহমান তাপু, প্রেসক্লাবের ভারপ্রাপ্ত সভাপতি আলআমিন তালুকদার এবং সাধারণ সম্পাদক অ্যাডভোকেট আক্কাস সিকদার।
এছাড়াও বক্তৃতা করেন প্রেসক্লাবের সাবেক সভাপতি বীরমুক্তিযোদ্ধা চিত্তরঞ্জন দত্ত, প্রেসক্লাবের যুগ্মসম্পাদক অ্যাডভোকেট আসম মাহমুদুর রহমান পারভেজ ও ছাত্রনেতা আসিফ আল ইমরান। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন খবরের কাগজ এর জেলা প্রতিনিধি কামরুজ্জামান সুইট এবং সঞ্চালনা করেন সাংবাদিক ইউনিয়নের যুগ্মসম্পাদক আতিকুর রহমান।
বিআলো/ইমরান



