নারায়ণগঞ্জ-ঢাকা রুটে ট্রেন সেবার আধুনিকায়ন: রোলিং স্টক বৃদ্ধি ও রেলভূমি উদ্ধার উদ্যোগ জোরদার
মনিরুল ইসলাম মনির: নারায়ণগঞ্জ-ঢাকা রুটে যাত্রীসেবাকে আরও আধুনিক ও দ্রুতগামী করতে রেলপথ মন্ত্রণালয় বেশ কিছু উদ্যোগ গ্রহণ করেছে। রেল পরিবহন সেবার সক্ষমতা বাড়াতে নতুন রোলিং স্টক ও কোচ সংযোজনের প্রক্রিয়া চলছে বলে জানিয়েছেন রেলপথ মন্ত্রণালয়ের সচিব মোঃ ফাহিমুল ইসলাম।
তিনি বলেন, বর্তমানে রেলওয়ের কাছে পর্যাপ্ত রোলিং স্টক ও ইঞ্জিন না থাকায় সব চাহিদা পূরণ করা সম্ভব হচ্ছে না। তবে নতুন কোচ যুক্ত করা হলে এ রুটে যাত্রীসেবা আরও উন্নত হবে। ইতোমধ্যে ঢাকা-নারায়ণগঞ্জ রুটে ৮ জোড়া কমিউটার ট্রেন নতুন আঙ্গিকে চালু করা হয়েছে, যেগুলোতে মেট্রোরেলের মতো আধুনিক আসন ব্যবস্থা রয়েছে। এতে অধিক যাত্রী পরিবহন সম্ভব হচ্ছে এবং যাত্রীরা আগের তুলনায় উন্নত সেবা পাচ্ছেন।
সোমবার সকালে নারায়ণগঞ্জ জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে নারায়ণগঞ্জ জেলার রেলের মানোন্নয়নে মতবিনিময় সভায় অংশ নিয়ে তিনি এসব কথা বলেন। সভায় রেলসেবাকে আরও যাত্রীবান্ধব ও আধুনিক করতে বিভিন্ন পরিকল্পনা ও প্রস্তাবনা উত্থাপন করা হয়।
রেল সচিব আরও বলেন, রেলওয়ের জমি দখল একটি অনৈতিক সামাজিক ব্যাধি। এই দখল থেকে রেলকে পুরোপুরি মুক্ত করতে অন্তর্বর্তী সরকার কঠোর পদক্ষেপ নিয়েছে। অবৈধভাবে দখলকৃত রেলভূমি উদ্ধারকল্পে বিশেষ অভিযান শুরু করা হয়েছে এবং তা অব্যাহত থাকবে।
মতবিনিময় সভায় সভাপতিত্ব করেন নারায়ণগঞ্জ জেলা প্রশাসক মোহাম্মদ জাহিদুল ইসলাম মিঞা। এ সময় বক্তব্য রাখেন বাংলাদেশ রেলওয়ের মহাপরিচালক মোঃ আফজাল হোসেন, নারায়ণগঞ্জ মহানগর বিএনপির আহ্বায়ক এডভোকেট শাখাওয়াত হোসেন খাঁন, সদস্য সচিব আবু আল ইউসুফ খান টিপু, জামায়াতে ইসলামীর কর্ম পরিষদ সদস্য মাওলানা মাঈনুদ্দিন আহমদ, নারায়ণগঞ্জ চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রিজের সিনিয়র সহ-সভাপতি মোরশেদ সারোয়ার সোহেল, নাগরিক আন্দোলনের আহ্বায়ক রফিউর রাব্বী, আমরা নারায়ণগঞ্জবাসীর সভাপতি হাজী নুরুদ্দিন, মহানগর জামায়াতে ইসলামীর আমীর মাওলানা আবদুল জব্বার, ইসলামী আন্দোলনের সভাপতি মুফতি মাসুম বিল্লাহ, চেম্বার পরিচালক আহমেদুর রহমান তনু, এনসিপির কেন্দ্রীয় সংগঠক শওকত আলী এবং এনপিপির সদস্য নিরব রায়হান।
সভায় সরকারি দপ্তরের কর্মকর্তা, রাজনৈতিক ও সামাজিক নেতৃবৃন্দও উপস্থিত ছিলেন।
বিআলো/তুরাগ



