স্বীকৃতির ঝলক: বর্ষসেরা মাল্টিমিডিয়া অ্যাওয়ার্ডে বাংলাদেশ প্রতিদিন
মাল্টিমিডিয়ায় উৎকর্ষতার জন্য বিশেষ স্বীকৃতি
হৃদয় খান: বিনোদনের অজস্র মুহূর্ত ধরে রেখে সৃষ্টিশীলতার আলো ছড়িয়ে চলার স্বীকৃতিই যেন মিলল এবার। ‘উদ্যোক্তার হাট অ্যাওয়ার্ড ২০২৫’-এ বর্ষসেরা মাল্টিমিডিয়া বিনোদন টিম নির্বাচিত হয়েছে দেশের শীর্ষ জাতীয় দৈনিক বাংলাদেশ প্রতিদিন।
শুক্রবার (২৪ অক্টোবর) সন্ধ্যায় রাজধানীর সেগুনবাগিচার কেন্দ্রীয় কচি-কাঁচার মিলনায়তনে জমকালো আয়োজনে এই পুরস্কার প্রদান করা হয়। অনুষ্ঠানটি আয়োজন করে লাবন্য মিডিয়া হাউজ। যেখানে এক ছাদের নিচে মিলিত হন তারকা, উদ্যোক্তা, সংস্কৃতিকর্মী ও গণমাধ্যম ব্যক্তিত্বরা।
শতাধিক প্রতিষ্ঠান ও গুণীজনকে সম্মাননা দেওয়ার এই আয়োজনে মাল্টিমিডিয়া বিনোদন সাংবাদিকতায় উৎকর্ষতার স্বীকৃতি হিসেবে বাংলাদেশের প্রতিদিনের দলকে বিশেষ সম্মাননায় ভূষিত করা হয়। পুরস্কার গ্রহণের সময় উপস্থিত সাংবাদিকদের মুখে ফুটে উঠেছিল সাফল্যের হাসি।
এছাড়াও বাংলাদেশ প্রতিদিনের মাল্টিমিডিয়া বিনোদন বিভাগে কর্মরত দুই সাংবাদিক—
🎬 মাসুম জয়
🎬 রোমান রয়
ব্যক্তিগত ক্যাটাগরিতেও সম্মাননা অর্জন করেন। অনুষ্ঠানের সঞ্চালনায় ছিলেন লাবন্য মিডিয়া হাউজের চেয়ারম্যান এবং জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের ডেপুটি রেজিস্ট্রার মো. হেদায়েত উল্লাহ তুর্কী। তিনি বলেন— “দেশের উন্নয়ন ও সৃজনশীল বিকাশে মিডিয়ার ভূমিকা অপরিসীম। যারা মানুষের সুখ–দুঃখের গল্প তুলে ধরে আমাদের প্রতিদিন অনুপ্রাণিত করছেন—তাদের এই সম্মান।”
পুরস্কার বিতরণ শেষে পরিবেশিত হয় নৃত্য, সংগীত ও নাট্য পরিবেশনা—যা পুরো আয়োজনকে রূপ দেয় এক উৎসবমুখর বিনোদন মহোৎসবে।
বাংলাদেশ প্রতিদিন মাল্টিমিডিয়া টিমের এই অর্জন এগিয়ে দেবে তাদের আত্মবিশ্বাস, বিস্তৃত করবে সাংবাদিকতার নতুন দিগন্ত—এমন বিশ্বাস সংশ্লিষ্টদের।
বিআলো/তুরাগ



