বাংলাদেশের ব্যাটিং বিপর্যয়, ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে হার
স্পোর্টস ডেস্ক: ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে তিন ম্যাচের টি-টোয়েন্টি সিরিজের প্রথম ম্যাচে বাংলাদেশের ব্যাটিং বিপর্যয়ই মূল অবদান রেখেছে ১৬ রানের হারে। ১৬৫ রানের চ্যালেঞ্জিং টার্গেট তাড়া করতে নেমে ১৯.৪ ওভারে সবকয়টি উইকেট হারিয়ে ১৪৯ রানেই থামে লিটন দাসের দল।
বাংলাদেশের শুরুটা ভালো হলেও টপ অর্ডারের ব্যর্থতায় ইনিংসের নিয়ন্ত্রণ হারায় টাইগাররা। ওপেনার সাইফ হাসান মাত্র ৮ রান করে ফিরেন। অধিনায়ক লিটন দাস ৫ এবং তানজিদ হাসান ১৫ রানে আউট হন। মাঝে কিছুটা প্রতিরোধ গড়ে তাওহীদ হৃদয় (২৮) ও তানজিম হাসান সাকিব (৩৩) করেছিলেন, তবে তা দীর্ঘস্থায়ী হয়নি। শেষদিকে নাসুম আহমেদ ও রিশাদ হোসেনও দলের হারের ব্যবধান কমাতে পারেননি।
উইন্ডিজের ইনিংসে পাওয়ার প্লেতে বড় সংগ্রহ করতে না পারলেও পরে শাই হোপ ও রভম্যান পাওয়েলের অপরাজিত ৪৬ ও ৪৪ রানের ব্যাটিংয়ে দল ১৬৫ রানে পৌঁছায়। শুরুতে ভালো লড়াই করেও হিট আউটের কারণে শেষ পর্যন্ত ছক্কা কাজে আসে না তাসকিন আহমেদের।
বাংলাদেশের শুরুটা অবশ্য বোলিংয়ে আশাপ্রদ ছিল। পাওয়ার প্লেতে উইকেট না হারালেও ৩৫ রানের বেশি রান করতে পারেনি ওয়েস্ট ইন্ডিজ। পরে রিশাদ হোসেন এবং তাসকিন আহমেদের দুটি করে উইকেট বাংলাদেশকে এনে দিয়েছিল আশা, তবে শেষ পর্যন্ত তা যথেষ্ট হয়নি।
চট্টগ্রামের বীরশ্রেষ্ঠ শহীদ ফ্লাইট লেফটেন্যান্ট মতিউর রহমান স্টেডিয়ামে ম্যাচটি ওয়েস্ট ইন্ডিজের জন্য একটি গুরুত্বপূর্ণ জয় হিসেবে রেকর্ডে গেছে, যেখানে টাইগাররা টপ অর্ডারের ব্যর্থতায় নিজেদের লক্ষ্য পূরণে ব্যর্থ হলো।
বিআলো/শিলি



