রাজধানীতে নিষিদ্ধ সংগঠন ‘ছাত্রলীগের’ নেতা নিশাত গ্রেফতার
মো.তরিকুল ইসলাম (মোস্তফা),বাউফল (পটুয়াখালী): নিষিদ্ধ সংগঠন ‘ছাত্রলীগ’-এর পটুয়াখালীর বাউফল উপজেলা শাখার (একাংশের) যুগ্ম সাধারণ সম্পাদক সামসুল কবির নিশাতকে রাজধানী ঢাকার উত্তর কাফরুল এলাকা থেকে গ্রেফতার করেছে পুলিশ। পুলিশ জানায়, রবিবার গভীর রাতে কাফরুল থানার এসআই আফজাল হোসেনের নেতৃত্বে একটি দল অভিযান চালিয়ে নিশাতকে তার ভাড়া বাসা থেকে আটক করে। থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবদুল্লাহ আল মামুন বিষয়টি নিশ্চিত করে বলেন, “নিশাতের বিরুদ্ধে মামলা প্রক্রিয়াধীন রয়েছে।” পুলিশ সূত্রে জানা গেছে, গত ৫ আগস্টের পর থেকে নিশাত সরকারবিরোধী বিভিন্ন ষড়যন্ত্রমূলক কর্মকাণ্ডে জড়িত ছিলেন। তিনি সামাজিক যোগাযোগমাধ্যমে নিষিদ্ধ সংগঠন আওয়ামী লীগের কর্মী ও সমর্থকদের সংগঠিত করার চেষ্টা করছিলেন।
এদিকে তার গ্রেফতারের খবরে বাউফলসহ পটুয়াখালীর রাজনীতিতে ব্যাপক আলোচনার সৃষ্টি হয়েছে। স্থানীয়দের মতে, নিশাতের বিরুদ্ধে দীর্ঘদিন ধরেই নানা বিতর্কিত কর্মকাণ্ড, অনৈতিক সম্পর্ক ও প্রভাব বিস্তারের অভিযোগ ছিল। পূর্ববর্তী আওয়ামী লীগ সরকারের সময় সাবেক চিফ হুইপ আ স ম ফিরোজ ও তার ছেলে রায়হান সাকিবের ঘনিষ্ঠজন হিসেবে তিনি বাউফল রাজনীতিতে এক সময় অপ্রতিরোধ্য প্রভাব বিস্তার করেছিলেন। তখন তার একাধিক আপত্তিকর ছবি ও নারী সংক্রান্ত কেলেঙ্কারি সামাজিক যোগাযোগমাধ্যমে ভাইরাল হয়, যা নিয়ে দলে বিব্রতকর পরিস্থিতিও তৈরি হয়। স্থানীয় আওয়ামী রাজনীতিতে তার আধিপত্যে অনেক সিনিয়র নেতাকর্মী কোণঠাসা হয়ে পড়েছিলেন বলে জানা গেছে। নিশাতের গ্রেফতারের পর সামাজিক মাধ্যমে তার অতীত বিতর্কিত কর্মকাণ্ড আবারও নতুন করে আলোচনায় এসেছে।
বিআলো/ইমরান



