মেয়ের বাসায় যাওয়ার পথে ট্রেনের ধাক্কায় বাবার মৃত্যু
মাকসুদা খাতুন, সিরাজগঞ্জ: সিরাজগঞ্জের সদর উপজেলায় ট্রেনের ধাক্কায় জেলা বাসদের সদস্য কমরেড মনিরুজ্জামান মনি (৬০) নিহত হয়েছেন। সোমবার (২৭ অক্টোবর) সন্ধ্যায় সয়দাবাদের শহীদ এম মনসুর আলী রেলস্টেশনে এ দুর্ঘটনা ঘটে। নিহত মনিরুজ্জামান মনি সিরাজগঞ্জ শহরের মুজিব সড়কের নিমন্ত্রণ আবাসিক হোটেলের মালিক ছিলেন। তিনি ইন্ডিপেন্ডেন্ট টেলিভিশনের সাবেক সিরাজগঞ্জ জেলা প্রতিনিধি এবং স্থানীয় দৈনিক সিরাজগঞ্জ বার্তা পত্রিকার সম্পাদক আব্দুল হামিদ খান হীরার ছোট ভাই।
সিরাজগঞ্জ রেলওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) দুলাল হোসেন জানান, মনিরুজ্জামান মনি ঢাকায় মেয়ের বাড়ি যাওয়ার জন্য স্টেশনে অপেক্ষা করছিলেন। ট্রেন আসতে দেরি হওয়ায় তিনি রেললাইনের ওপর বসেছিলেন। এ সময় ঢাকাগামী লালমনিরহাট এক্সপ্রেস ট্রেনের ধাক্কায় ঘটনাস্থলেই তার মৃত্যু হয়। পরে খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল থেকে মরদেহ উদ্ধার করে। মৃত্যুকালে তিনি স্ত্রী, এক ছেলে, এক মেয়েসহ অসংখ্য গুণগ্রাহী রেখে গেছেন।
বিআলো/ইমরান



