যুক্তরাষ্ট্রের সুরক্ষাবাদী নীতির বিরুদ্ধে চীনের উন্মুক্ত বার্তা
আন্তর্জাতিক ডেস্ক: মালয়েশিয়ার কুয়ালালামপুরে অনুষ্ঠিত আসিয়ান সম্মেলনে চীন উন্মুক্ত বাণিজ্য ও আঞ্চলিক অর্থনৈতিক সংহতির পক্ষে স্পষ্ট অবস্থান নিয়েছে। যুক্তরাষ্ট্রের উচ্চ শুল্কনীতির প্রেক্ষাপটে বেইজিংয়ের এই বার্তাকে ওয়াশিংটনের উদ্দেশে কূটনৈতিক ইঙ্গিত হিসেবে দেখা হচ্ছে।
চীনের প্রধানমন্ত্রী লি চিয়াং রোববার আসিয়ান, জাপান, দক্ষিণ কোরিয়া ও চীনের যৌথ বৈঠকে বলেন, “পূর্ব এশিয়ার শান্তি ও স্থিতিশীলতা বজায় রাখতে হলে মুক্ত ও বহুপাক্ষিক বাণিজ্যব্যবস্থা টিকিয়ে রাখতে হবে এবং প্রোটেকশনিজম প্রত্যাখ্যান করতে হবে।”
বিশ্লেষকদের মতে, তার এই বক্তব্য যুক্তরাষ্ট্রের শুল্ক আরোপ নীতির প্রতিক্রিয়া।
এদিকে, প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প সম্প্রতি কম্বোডিয়া ও থাইল্যান্ডের অস্ত্রবিরতি চুক্তি তদারকি এবং চার দেশের সঙ্গে নতুন বাণিজ্য কাঠামো চুক্তি স্বাক্ষর করেন। যদিও তাৎক্ষণিকভাবে কোনো শুল্ক ছাড় দেওয়া হয়নি, ভবিষ্যতে বাণিজ্য সহজ হওয়ার সম্ভাবনা রয়ে গেছে।
চীনের নেতৃত্বাধীন আঞ্চলিক বাণিজ্য চুক্তি (আরসিইপি) দ্রুত সম্প্রসারণের আহ্বান জানিয়েছে। বিশ্বের বৃহত্তম এ বাণিজ্য ব্লক বৈশ্বিক মোট দেশজ উৎপাদনের প্রায় ৩০ শতাংশ প্রতিনিধিত্ব করে।
ইউরোপীয় কাউন্সিলের প্রেসিডেন্ট আন্তোনিও কোস্টা বলেন, “চীন রেয়ার আর্থ রপ্তানি নিয়ন্ত্রণ বাড়ানোয় উদ্বেগ তৈরি হয়েছে।” জাপানও জানিয়েছে, সরবরাহ চেইনে প্রভাব ফেলছে চীনের এ নীতি।
আসিয়ান সম্মেলনে চীন স্পষ্টভাবে জানিয়ে দিয়েছে, ওয়াশিংটনের সুরক্ষাবাদী নীতির বিপরীতে নিজেদের ‘মুক্ত বাণিজ্যের চ্যাম্পিয়ন’ হিসেবেই তারা বিশ্বে অবস্থান নিতে চায়।
বিআলো/শিলি



