• যোগাযোগ
  • অভিযোগ
  • সংবাদ দিন
  • ই-পেপার
    • ঢাকা, বাংলাদেশ

    প্রাথমিক শিক্ষায় জনআকাঙ্ক্ষার পরিপন্থী কোনো পদক্ষেপ নেবে না সরকার: ধর্ম উপদেষ্টা 

     dailybangla 
    29th Oct 2025 4:05 am  |  অনলাইন সংস্করণ

    প্রাথমিক শিক্ষায় ধর্মীয় ও নৈতিক শিক্ষা জোরদার
    মাদ্রাসা শিক্ষায় শিক্ষিতরাও শিক্ষক নিয়োগে সমান সুযোগে
    প্রাথমিক শিক্ষার উন্নয়নে দুই উপদেষ্টার বিস্তারিত আলোচনা

    নিজস্ব প্রতিবেদক: সরকার প্রাথমিক শিক্ষার ক্ষেত্রে জনগণের আকাঙ্ক্ষার পরিপন্থী কোনো পদক্ষেপ নেবে না বলে জানিয়েছেন ধর্ম উপদেষ্টা ড. আ ফ ম খালিদ হোসেন।

    আজ সকালে সচিবালয়ে প্রাথমিক ও গণশিক্ষা উপদেষ্টা ডা. বিধান রঞ্জন রায় পোদ্দারের সঙ্গে সাক্ষাৎ শেষে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে তিনি এ কথা বলেন।

    ধর্ম উপদেষ্টা বলেন, “সরকার জুলাই বিপ্লবের চেতনায় উজ্জীবিত হয়ে একটি বৈষম্যমুক্ত, ন্যায়ানুগ ও ইনসাফভিত্তিক সমৃদ্ধ রাষ্ট্র গঠনে কাজ করছে। এই নতুন অভিযাত্রায় গণমানুষের আকাঙ্ক্ষাকেই সর্বাগ্রে বিবেচনায় নেওয়া হবে। কোনো ইস্যু ঘিরে সমাজে বিশৃঙ্খলা বা জনরোষের সৃষ্টি হয় — এমন সিদ্ধান্ত সরকার নেবে না।”

    তিনি আরও বলেন, “প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয় সরকারের নীতি ও পলিসিকে বিবেচনায় রেখেই সিদ্ধান্ত গ্রহণ করে। এ মন্ত্রণালয়ের যেকোনো উদ্যোগে জনস্বার্থ ও গণআকাঙ্ক্ষার প্রতিফলন ঘটবে।”

    প্রাথমিক ও গণশিক্ষা উপদেষ্টা ডা. বিধান রঞ্জন রায় পোদ্দারের উদ্ধৃতি দিয়ে ধর্ম উপদেষ্টা জানান, প্রাথমিক স্তরে ধর্মীয় ও নৈতিক শিক্ষার ক্লাসের সংখ্যা পূর্বের তুলনায় বৃদ্ধি করা হয়েছে। পাশাপাশি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক নিয়োগে সাধারণ শিক্ষায় শিক্ষিতদের পাশাপাশি মাদ্রাসা শিক্ষায় শিক্ষিত স্নাতক ডিগ্রিধারীরাও সমান সুযোগ পাচ্ছেন।

    এর আগে দুই উপদেষ্টা প্রাথমিক শিক্ষার গুণগত মানোন্নয়ন, ধর্মীয় ও নৈতিক শিক্ষার প্রসার এবং শিক্ষক নিয়োগসহ বিভিন্ন গুরুত্বপূর্ণ বিষয়ে বিস্তারিত আলোচনা করেন।

    এসময় ধর্ম উপদেষ্টার একান্ত সচিব ছাদেক আহমদসহ সংশ্লিষ্ট কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

    বিআলো/তুরাগ

    এই বিভাগের আরও খবর
     
    Jugantor Logo
    ফজর ৫:০৫
    জোহর ১১:৪৬
    আসর ৪:০৮
    মাগরিব ৫:১১
    ইশা ৬:২৬
    সূর্যাস্ত: ৫:১১ সূর্যোদয় : ৬:২১

    আর্কাইভ

    October 2025
    M T W T F S S
     12345
    6789101112
    13141516171819
    20212223242526
    2728293031