বাংলাদেশ-অস্ট্রেলিয়া ডিজাস্টার রিলিফ কমিটির নতুন পরিচালনা পর্ষদ গঠিত
নিজস্ব প্রতিবেদক: অস্ট্রেলিয়ার স্বনামধন্য দাতব্য সংস্থা বাংলাদেশ-অস্ট্রেলিয়া ডিজাস্টার রিলিফ কমিটি (বিএডিআরসি)-র নতুন পরিচালনা পর্ষদ আগামী দুই বছরের জন্য গঠন করা হয়েছে। সম্প্রতি সিডনির এরমিংটনের ৬৫ স্পারওয়ে স্ট্রিটে অনুষ্ঠিত সংস্থাটির বার্ষিক সাধারণ সভায় (এজিএম) নতুন কমিটি অনুমোদন করেন নির্বাচন কমিশন।
সভায় সাবেক সভাপতি ও সিনিয়র সদস্য রাহমাত উল্লাহ নির্বাচন কমিশনার হিসেবে দায়িত্ব পালন করেন। প্রেসিডেন্ট আজাদুল আলম এজিএমের মাধ্যমে পূর্ববর্তী কমিটি বিলুপ্ত ঘোষণা করেন। সংবিধান অনুযায়ী নির্বাচন কমিশনার রাহমাত উল্লাহ নতুন কমিটির নির্বাচন সম্পন্ন করেন।
নতুন পরিচালনা পর্ষদে স্থান পেয়েছেন-
সভাপতি আজাদুল আলম, সাধারণ সম্পাদক জুবায়ের মিয়াঁ, সহ-সভাপতি নির্মাল্য তালুকদার, কোষাধ্যক্ষ মোশাররফ হোসেন, যৌথ সম্পাদক শাহরিয়ার চৌধুরী এবং জনসংযোগ সম্পাদক রায়হান উদ্দিন আহমেদ।
সদস্য হিসেবে মনোনীত হয়েছেন- আফসার আহমেদ, ড. মাকসুদুল বারী, ড. নারায়ণ দাস, ড. আবুল ওয়ালী ইসলাম, সালাহউদ্দিন সিরাজী, হায়দার আলী খান, তৌফিকুল ইসলাম সোহান এবং ড. ফারুক ইকবাল। জানা গেছে, পরবর্তী পরিচালনা পর্ষদের সভায় রাহমাত উল্লাহ-ও সদস্য হিসেবে অন্তর্ভুক্ত হবেন।
নবনির্বাচিত সাধারণ সম্পাদক জুবায়ের মিয়াঁ বলেন, “বাংলাদেশের মানুষের কল্যাণে প্রবাসী বাংলাদেশিরা দীর্ঘদিন ধরে কাজ করে আসছেন। আমরা সংগঠনের তহবিল বৃদ্ধি, সদস্যসংখ্যা সম্প্রসারণ এবং আর্থিক স্বচ্ছতা নিশ্চিত করতে কার্যকর উদ্যোগ নেব। একই সঙ্গে বাংলাদেশের বিভিন্ন বেসরকারি উন্নয়ন সংস্থার সঙ্গে সমন্বয় করে সহযোগিতা আরও জোরদার করা হবে।”
উল্লেখ্য, ১৯৯৮ সালে প্রতিষ্ঠিত বিএডিআরসি বাংলাদেশের উপকূলীয় এলাকায় সাইক্লোন শেল্টার কাম স্কুল নির্মাণসহ গাইবান্ধা ও ফেনী জেলায় বন্যাদুর্গতদের মাঝে ত্রাণ বিতরণ করেছে।
সাংগঠনিক কর্মকাণ্ডের পাশাপাশি সাধারণ সম্পাদক জুবায়ের মিয়াঁ একজন সাংস্কৃতিক ব্যক্তিত্ব ও সমাজসেবক হিসেবে অস্ট্রেলিয়া ও বাংলাদেশে প্রশংসিত হয়েছেন।
বিআলো/শিলি



