নারায়ণগঞ্জে বিশেষ চাহিদাসম্পন্ন শিশুর হাতে ইলেকট্রিক হুইলচেয়ার তুলে দিলেন জেলা প্রশাসক
নিজস্ব প্রতিবেদক: নারায়ণগঞ্জে এক বিশেষ চাহিদাসম্পন্ন শিশুর জীবনে নতুন আলো যোগ হলো ইলেকট্রিক হুইলচেয়ারের মাধ্যমে।
বুধবার (২৯ অক্টোবর) বিকেলে জেলা প্রশাসক কার্যালয় চত্বরে আয়োজিত এক অনুষ্ঠানে শিশুটির হাতে এই হুইলচেয়ার তুলে দেন জেলা প্রশাসক মোহাম্মদ জাহিদুল ইসলাম মিঞা।
নারায়ণগঞ্জ জেলা পরিষদের উদ্যোগে আয়োজিত এ সময় উপস্থিত ছিলেন অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মোহাম্মদ আলমগীর হোসাইন এবং নারায়ণগঞ্জ সমাজসেবা অধিদপ্তরের উপ-পরিচালক মোঃ আসাদুজ্জামান সরদার। বিশেষ চাহিদাসম্পন্ন শিশুর অভিভাবকরাও এ সময় উপস্থিত ছিলেন।
জেলা প্রশাসক মোহাম্মদ জাহিদুল ইসলাম মিঞা বলেন, “বিশেষ চাহিদাসম্পন্ন শিশুদের প্রতি যত্নবান হতে হলে তাদের প্রয়োজন অনুযায়ী সঠিক সহায়তা দিতে হবে। তাদের আত্মবিশ্বাস বাড়াতে হবে এবং স্বাধীনভাবে চলাফেরার সুযোগ দিতে হবে। সমাজে তাদের অন্তর্ভুক্ত করতে হবে ও সহানুভূতিশীল মনোভাব রাখতে হবে।”
বিশেষ চাহিদাসম্পন্ন শিশুর মা আবেগাপ্লুত কণ্ঠে বলেন, “আমি অসহায়। এতদিন সন্তানকে কোলে করে স্কুলে নিয়ে যেতাম। অভাবের সংসারে হুইলচেয়ার কেনা সম্ভব ছিল না। আজ জেলা প্রশাসনের সহযোগিতায় আমার সন্তান স্বাচ্ছন্দ্যে স্কুলে যেতে পারবে।”
নারায়ণগঞ্জ সমাজসেবা অধিদপ্তরের উপ-পরিচালক মোঃ আসাদুজ্জামান সরদার বলেন, “মানবিক জেলা প্রশাসক মোহাম্মদ জাহিদুল ইসলাম মিঞা নিয়মিত বিশেষ চাহিদাসম্পন্ন শিশুদের পাশে দাঁড়াচ্ছেন। আমরা চাই এ ধরনের মানবিক কর্মসূচি অব্যাহত থাকুক।”
বিআলো/তুরাগ



