রাশমিকার নতুন স্বপ্ন!
dailybangla
29th Oct 2025 7:28 pm | অনলাইন সংস্করণ
বিনোদন ডেস্ক: দীর্ঘ সাত বছরের সম্পর্কের পর অবশেষে বিয়ের পরিকল্পনা জানালেন দক্ষিণী অভিনেত্রী রাশমিকা মান্দানা। সামাজিক যোগাযোগমাধ্যমে গুঞ্জন, গত শুক্রবার হায়দরাবাদের বাসায় অভিনেতা বিজয় দেবেরাকোন্ডার সঙ্গে আংটিবদল করেছেন তিনি।
রাশমিকা জানিয়েছেন, ২০২৬ সালের ফেব্রুয়ারিতে তাদের বিয়ের আনুষ্ঠানিকতা সম্পন্ন হবে। এর মধ্যেই সন্তান পরিকল্পনা নিয়েও কথা বলেছেন তিনি।
অভিনেত্রী বলেন, “আমি এখনো মা নই, কিন্তু মনে হয় আমার অনাগত সন্তানদের অনুভব করতে পারি। ওদের সুরক্ষায় যদি লড়াই করতে হয়, তাও করব।”
রাশমিকা আরও জানান, ৩০ বছর পর্যন্ত অভিনয়ে পূর্ণ মনোযোগ দিতে চান, এরপর পরিবার ও কাজের ভারসাম্য রাখতে চান দীপিকা পাড়ুকোনের মতো।
ভক্তদের মতে, অভিনয়ের পাশাপাশি ব্যক্তিজীবন নিয়েও তিনি এখন অনেক বেশি পরিপক্ক ও আত্মবিশ্বাসী।
বিআলো/শিলি



