ক্যারিবীয় জুড়ে ‘মেলিসা’র তাণ্ডব, নিহত অন্তত ৩০ জন
আর্ন্তজাতিক ডেস্ক: আটলান্টিক মহাসাগরে সৃষ্ট শক্তিশালী ঘূর্ণিঝড় ‘মেলিসা’ ২৫০ কিলোমিটার বেগে ধেয়ে এসে ক্যারিবীয় অঞ্চলে ভয়াবহ তাণ্ডব চালিয়েছে। এতে অন্তত ৩০ জনের মৃত্যু হয়েছে এবং শতাধিক মানুষ নিখোঁজ রয়েছেন।
মার্কিন ন্যাশনাল হারিকেন সেন্টার (এনএইচসি) জানিয়েছে, এটি ক্যাটাগরি-৫ মাত্রার ঘূর্ণিঝড়- আটলান্টিক মৌসুমের সবচেয়ে শক্তিশালীগুলোর একটি। প্রবল বাতাস, জলোচ্ছ্বাস ও বন্যায় জ্যামাইকা, হাইতি ও কিউবা মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে।
সবচেয়ে বেশি ধ্বংসযজ্ঞ হয়েছে জ্যামাইকায়। বিদ্যুৎ ও যোগাযোগব্যবস্থা বিপর্যস্ত হয়ে পড়েছে। প্রধানমন্ত্রী অ্যান্ড্রু হোলনেস বলেছেন, “দেশের অবকাঠামো এত শক্তিশালী নয় যে মেলিসার মতো ঝড় সামলাতে পারে।” সরকার ক্ষতিগ্রস্তদের সহায়তায় অনলাইন পোর্টাল চালু করেছে।
হাইতির উপকূলীয় শহর পেটিট-গোয়াভেতে বন্যায় অন্তত ২৫ জনের মৃত্যু হয়েছে, যাদের মধ্যে ১০ জন শিশু। আরও ১২ জন নিখোঁজ রয়েছে। কিউবায় উপকূলীয় এলাকা থেকে ৭ লাখ মানুষকে সরিয়ে নেওয়া হয়েছে। বাহামা দ্বীপপুঞ্জ থেকেও প্রায় ১,৫০০ মানুষকে নিরাপদ স্থানে নেওয়া হয়েছে।
জাতিসংঘ জানিয়েছে, বার্বাডোজ থেকে জামাইকায় জরুরি ত্রাণ পাঠানোর প্রস্তুতি চলছে এবং ক্ষতিগ্রস্ত দেশগুলোতে সহায়তা কার্যক্রম শুরু হবে।
আবহাওয়াবিদরা বলছেন, জলবায়ু পরিবর্তনের কারণে সাগরের অস্বাভাবিক উষ্ণতা ‘মেলিসা’কে অতিরিক্ত শক্তি দিয়েছে, যা পুরো ক্যারিবীয় অঞ্চলের জন্য এক নতুন মানবিক সংকটের ইঙ্গিত বহন করছে। সূত্র: বিবিসি, রয়টার্স
বিআলো/শিলি



