ফরিদপুরে স্বেচ্ছায় জুলাই গেজেট থেকে নাম প্রত্যাহারের আবেদন
সেতু আক্তার, ফরিদপুর: ফরিদপুরে জুলাই আন্দোলনের একজন অংশগ্রহণকারী আবরার নাদিম ইতু (২৭) স্বেচ্ছায় সরকারি গেজেট ও সকল সুবিধা থেকে নিজের নাম প্রত্যাহারের আবেদন করেছেন। তার গেজেট নম্বর ২৪৮৯।
বৃহস্পতিবার (৩০ অক্টোবর) দুপুর ১টার দিকে তিনি ফরিদপুর জেলা প্রশাসকের কার্যালয়ে উপস্থিত হয়ে নাম প্রত্যাহারের আবেদনপত্র জমা দেন। জেলা প্রশাসকের পক্ষে অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মো. সোহরাব হোসেন আবেদনটি গ্রহণ করেন।
আবেদনপত্রে আবরার নাদিম ইতু উল্লেখ করেন, জুলাইয়ের ন্যায়সঙ্গত আন্দোলনে তিনি আহত হয়েছিলেন। তবে এক বছরেরও বেশি সময় অতিবাহিত হলেও অন্তর্বর্তীকালীন সরকার ও স্থানীয় প্রশাসন দুর্নীতি ও লুটপাটমুক্ত দেশ গড়ার ক্ষেত্রে কার্যকর কোনো ভূমিকা রাখতে পারেনি। ফরিদপুরেও পূর্বের মতো অনিয়ম ও সিন্ডিকেটের প্রভাব বহাল রয়েছে বলে উল্লেখ করেন তিনি।
তিনি আরও লিখেছেন, “আমরা যে আদর্শ ও চেতনা নিয়ে আন্দোলন করেছিলাম তা বাস্তবে প্রতিফলিত হয়নি। তাই আমি স্বেচ্ছায় আমার নাম সরকারি গেজেট থেকে এবং সম্ভাব্য মাসিক ভাতা সহ সকল সুযোগ-সুবিধা থেকে প্রত্যাহার করছি।”
এ বিষয়ে আবরার নাদিম ইতু বলেন, “দেশে প্রত্যাশিত পরিবর্তন আসেনি। বরং চারদিকে নিজস্ব স্বার্থসংশ্লিষ্ট কর্মকাণ্ডই দেখা যাচ্ছে। তাই আমি সম্মানের সঙ্গে নাম প্রত্যাহারের সিদ্ধান্ত নিয়েছি।”
আবেদনটি গ্রহণের বিষয়টি নিশ্চিত করে অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মো. সোহরাব হোসেন বলেন, “নাম প্রত্যাহারের আবেদন গ্রহণ করা হয়েছে। এ বিষয়ে পরবর্তী প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।”
বিআলো/শিলি



